কলকাতা: দরজায় কড়া নাড়ছে আইএসএল (ISL 2021)। আগামী ১৯ নভেম্বর কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান। তার আগে চাপমুক্ত কোচ আন্তোনিও লোপেজ় হাবাস (Antonio Lopez Habas)। ২৭ নভেম্বর খেলতে হবে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। যদিও এখনও ডার্বি নিয়ে কিছু ভাবছেন না এটিকে মোহনবাগানের কোচ।


আইএসএল শুরুর আগে বুধবার এটিকে মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন হাবাস। সেখানে তিনি বলেছেন, “ইস্টবেঙ্গলের ব্যাপারে কোনও কথা বলতে চাই না। ওরা ওদের মতো করে প্রস্তুতি নিয়েছে। ওদের বিরুদ্ধে ম্যাচের আগে এখনও কুড়ি দিন মতো সময় আছে। তাই তখনই এ ব্যাপারে কথা বলা যাবে। এখন সেই নিয়ে কথা বলতে রাজি নই।”


আইএসএল শুরুর আগে এসসি ইস্টবেঙ্গল-সহ আইএসএলের অন্য দলগুলি প্রস্তুতি ম্যাচ খেললেও সে রাস্তায় হাঁটেনি এটিকে মোহনবাগান। হাবাস বলছেন, “আমরা কখনওই প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বলি না। নিজেদের মধ্যে অনুশীলন করে, ম্যাচ সিচুয়েশন তৈরি করে প্র্যাক্টিস করি, তাতে অনেক লাভ হয়।”


এএফসি কাপে আল নাসারের কাছে ৬ গোল হজম করেছিল এটিকে মোহনবাগান। যদিও সেই ম্যাচ নিয়ে ভাবতে নারাজ হাবাস। বলেছেন, “অতীত বা ভবিষ্যত নিয়ে কিছু ভাবতে চাই না। আমি বর্তমানে বাঁচতে ভালবাসি। গত বছর আমরা কিছু দারুণ ম্যাচ খেলেছি। কিন্তু একটা ম্যাচে হারটাই পার্থক্য গড়ে দিল।”


এদিকে, আইএসএল শুরুর আগেই খুশির খবর রয় কৃষ্ণ ও পুরো এটিকে মোহনবাগান পরিবারে। বাবা হলেন তারকা এই স্ট্রাইকার। তাঁর স্ত্রী নাজিয়া আলির ফুটফুটে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। গোয়ায় এই মুহূর্তে আইএসএল খেলতে এটিকে মোহনবাগান দলের সঙ্গে রয়েছেন রয়। সেখানেই একটি বেসরকারি হাসপাতালে কন্য সন্তানের জন্ম দেন নাজিয়া। উল্লেখ্য়, ২০১৮ সালে পেশায় সাংবাদিক নাজিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রয়। মেয়ে হওয়ার খবর নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রয়। সেখানে তিনি লিখেছেন, 'আমার ছোট্ট রাজকন্যা হাজির।' নিজের ইনস্টাগ্রাম পোস্টে রয়ের সঙ্গে ছবি পোস্ট করে নাজিয়া লিখেছেন, 'ইটস এ বেবি গার্ল।'


আইএসএলে বিদেশি ফুটবলারদের অন্যতম তারকা ফুটবলার হলেন রয় কৃষ্ণ। গত অক্টোবরেই গোয়ায় চলে এসেছিলেন রয় তাঁর স্ত্রীকে নিয়ে। এখানে এসে নিয়ম মতো ৮ দিনের কোয়ারেন্টিন পর্বও কাটিয়েছেন। রয় কৃষ্ণও টিম হোটেলেই বাকি ফুটবলারদের সঙ্গে কোয়ারেন্টিনে রয়েছেন। গুজব রটেছিল, তিনি স্ত্রীর সঙ্গে গোয়ার অন্য হোটেলে রয়েছেন। কিন্তু ক্লাবের তরফে জানানো হয়েছে, টিম হোটেলেই ছিলেন কৃষ্ণ। তবে নিজেদের সোশ্যাল মিডিয়ায় ২ জনেই প্রচুর ছবি পোস্ট করেছিলেন। নাজিয়াকে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে বেবি বাম্পের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে।