ভাস্কো: গতকাল বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচ স্থগিত রাখতে হয়েছিল। এরপর আজ কেরল ব্লাস্টার্সের সঙ্গে মুম্বই সিটি এফসি-র ম্যাচও স্থগিত হয়ে গেল। করোনা সংক্রমণের জেরে আইএসএল-এ পরপর দু’দিন স্থগিত হয়ে গেল ম্যাচ। ফল এই প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। তবে আয়োজক কমিটির সঙ্গে ক্লাবগুলির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সূচি মেনেই চলবে এই প্রতিযোগিতা।


করোনা সংক্রমণের জেরে চলতি মরসুমের মাঝপথে এসে ধাক্কা খেয়েছে আইএসএল। ঠিক সময়ে এই প্রতিযোগিতা শেষ করা নিয়েই সংশয় দেখা দিয়েছে। চলতি মরসুমে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের জেরে তিনটি ম্যাচ স্থগিত করে দিতে হল। এরপরেও যে বাকি ম্যাচগুলি নির্দিষ্ট সূচি মেনে করা সম্ভব হবে, সে বিষয়ে কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।


আইএসএল-এর আয়োজকদের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘কেরল ব্লাস্টার্সের বেশ কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। আজকের ম্যাচ খেলার মতো পর্যাপ্ত সংখ্যক ফুটবলার কেরলের দলে নেই। সেই কারণেই আজ মুম্বই সিটি এফসি-র সঙ্গে কেরল ব্লাস্টার্সের ম্যাচটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএসএল-এর মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনার পর আজকের ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


আইএসএল-এর আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘সব দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ সহ প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সবার শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।’


এটিকে মোহনবাগান, কেরল ব্লাস্টার্স ছাড়াও এফসি গোয়া, ওড়িশা এফসি-র বেশ কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এটিকে মোহনবাগানের অন্তত পাঁচজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। দলের বাকি সদস্যরা গত কয়েকদিন ধরে আইসোলেশনে আছেন। সেই কারণেই গতকালের ম্যাচটি স্থগিত রাখা হয়।


আগামীকাল হায়দরাবাদ এফসি-র সঙ্গে জামশেদপুর এফসি-র ম্যাচ হওয়ার কথা। আশা করা হচ্ছে, এই ম্যাচ আয়োজন করা নিয়ে কোনও সমস্যা হবে না।