গোয়া: আইএসএলে ঢাকে কাঠি পড়ছে আজই। প্রথম ম্যাচেই এটিকে মোহনবাগানের মুখোমুখি কেরল ব্লাস্টার্স। আইএসএল শুরুর আগে এসসি ইস্টবেঙ্গল-সহ আইএসএলের অন্য দলগুলি প্রস্তুতি ম্যাচ খেললেও সে রাস্তায় হাঁটেনি এটিকে মোহনবাগান। হাবাস বলেছিলেন, “আমরা কখনওই প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বলি না। নিজেদের মধ্যে অনুশীলন করে, ম্যাচ সিচুয়েশন তৈরি করে প্র্যাক্টিস করি, তাতে অনেক লাভ হয়।” বোঝাই যাচ্ছে যে কতটা প্রস্তুত হয়ে এবার মাঠে নামতে চলেছে প্রীতম, প্রবীররা।
গতবার অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছিল এটিকে মোহনবাগানের। মুম্বই সিটি এফসি-র কাছে ০-২-এ হেরে যায়। লিগশিল্ড জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া হলেও সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে ওঠায় তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও ছিল। কিন্তু সেই মুম্বই সিটি এফসি-ই ফের তাদের বাধা হয়ে দাঁড়ায় এবং শেষ মুহূর্তের গোলে ম্যাচ বার করে নিয়ে সবুজ-মেরুন শিবিরের হিরো আইএসএল অভিষেকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। গতবারের দলে একাধিক পরিবর্তন এসেছে। এ বারের দলে হাবাস রেখে দিয়েছেন চারজন বিদেশিকে। ফিজিয়ান ফরোয়ার্ড রয় কৃষ্ণ, অস্ট্রেলিয়ান ডেভিড উইলিয়ামস, স্প্যানিশ ডিফেন্ডার তিরি ও আইরিশ মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ। এঁদের সঙ্গে যোগ দিয়েছেন ফিনল্যান্ডের ইউরো দলের সদস্য ইওনি কাউকো এবং গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি থেকে নিয়ে আসা ফরাসি তারকা হুগো বুমৌসকে।
অন্যদিকে, গতবার এটিকে মোহনবাগানের কাছে হার দিয়ে শুরু করার পরে জয়ের জন্য আরও ছ’টি ম্যাচ অপেক্ষা করতে হয় হিরো আই লিগজয়ী মোহনবাগান এসি-র কোচ কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন কেরল ব্লাস্টার্সকে। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে সেই জয়ের পরে কেরালার দলটি সারা লিগে আর মাত্র একটি জয় পায়, বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। আই লিগ জয়ী স্পেনের কোচ কিবু ভিকুনাকে সরিয়ে সার্বিয়া থেকে নতুন কোচ ইভান ভুকোমানোভিচকে নিয়ে আসা হয়েছে। এসেছেন একাধিক নতুন ফুটবলারও। এ-লিগ চ্যাম্পিয়ন মেলবোর্ন সিটি থেকে নিয়ে আসা হয়েছে মিডফিল্ডার উরুগুয়ের আদ্রিয়ান লুনাকে। অস্ট্রেলিয়ায় আসার আগে তিনি স্পেন, মেক্সিকোর ক্লাব ফুটবলেও খেলে এসেছেন। চেন্নাইন এফসি থেকে সেন্ট্রাল ডিফেন্ডার এনেস সিপোভিচকে নিয়ে এসেছে কেরল ব্লাস্টার্স। ২০১৬-র পর একবারও হিরো আইএসএলের সেরা চারে থাকতে না পারা এই ক্লাব এ বার সেমিফাইনালে খেলতে মরিয়া।