কলকাতা: আইএসএলে (ISL) কলকাতার এক প্রধান ইস্টবেঙ্গল (East Bengal) হেরেই চলেছে। তবে সমর্থকদের হতাশ করল না এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিল তারা। আইএসএলে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান।


ওড়িশার বিরুদ্ধে মোহনবাগানের জয়ের নায়ক দিমিত্রি পেত্রাতোস। তাঁর জোড়া গোলেই ওড়িশাকে ২-০ গোলে পরাজিত করে এটিকে মোহনবাগান। দুই অর্ধে ১টি করে গোল করেন দিমিত্রি। ম্যাচের শেষ বেলায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আশিক কুরুনিয়ান। তবে তাতে ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি মোহনবাগানের।


ম্যাচের স্কোর মোহনবাগানের পক্ষে হলেও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ওড়িশা। ৫৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে তারা। মোহনবাগানের থেকে বেশি পাসও খেলে ওড়িশা। নিখুঁত পাসের ক্ষেত্রেও মোহনবাগানের সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর দেয় ওড়িশা।


দ্বিতীয়ার্ধের শুরুতে ওড়িশা কিছুক্ষণ আক্রমণাত্মক ফুটবল খেলে। কিন্তু বেশিক্ষণ সেই ঝাঁঝ ধরে রাখতে পারেনি তারা। এক সঙ্গে চারজন ফুটবলারকে পরিবর্ত হিসাবে নামিয়েও সুবিধা করতে পারেনি। উল্টে ব্যবধান বাড়ায় মোহনবাগানই। ডান দিক থেকে বুমোসের পাস পেয়ে অনেকটা এগিয়ে যান আশিস রাই। সেখান থেকে ফাঁকায় দাঁড়ানো পেত্রাতোসকে পাস দেন। অস্ট্রেলিয়ার স্ট্রাইকার গোল করতে ভুল করেননি।


 






এই জয়ের সুবাদে ১৫ ম্যাচে ৮টি জয় ও ৩টি ড্র-সহ মোট ২৭ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান। তারা কেরল ব্লাস্টার্স এফসি (২৫) ও এফসি গোয়াকে (২৬) টপকে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল। ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ রয়েছে মুম্বই সিটি এফসি। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি। আপাতত দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদের থেকে মোহনবাগানের ব্যবধান কমে দাঁড়াল ৮ পয়েন্টে।                                                                     


 







আরও পড়ুন: প্রিয় বিরিয়ানি না পেলে কি আর সেই রেস্তোরাঁয় যাবেন না? সমালোচনা উড়িয়ে বললেন ওয়াশিংটন