কলকাতা: আইএসএলের ডার্বির প্রথমার্ধে গোল করতে ব্যর্থ দুই দলই। ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ মানেই ধুন্ধুমার লড়াই। যে লড়াইয়ে প্রথমার্ধ উত্তাপহীন। প্রথমার্ধের খেলা শেষ হল গোলশূন্যভাবে।
শুরুটা আক্রমণাত্মক মেজাজে করে এটিকে মোহনবাগান (ATK MB)। কিক অফের ৫ মিনিটের মধ্যে লাল-হলুদের ডিফেন্স ভেঙে তারা বেশ কয়েকবার আক্রমণে উঠে চাপ তৈরি করে। তবে পাল্টা আক্রমণ শুরু করে ইস্টবেঙ্গলও (East Bengal FC)। দুই দলই পাল্লা দিয়ে লড়াই করেছে। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে উঠেছে। তবে প্রথমার্ধে কোনও দলই কোনও ইতিবাচক সুযোগ তৈরি করতে পারেনি।
ম্যাচের ১২ মিনিট নাগাদ বক্সের বাইরে আশিককে ফাউল করেছিলেন লালচুংনুঙ্গা। পেত্রাতোসের জোরাল ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৭ মিনিট নাগাদ গোল করার দুর্দান্ত সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। মোবাশিরের থেকে পাস পেয়েছিলেন সুহের। কিন্তু গোল করার আগের মুহূর্তে তিনি পা পিছলে পড়ে যান। মোহনবাগানের ডিফেন্ডার ক্লিয়ার করে দেন বল।
৩০ মিনিট একটি দুরন্ত সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। ডান দিক থেকে বল নিয়ে উঠেছিলেন সুহের। তিনি পাস বাড়ান মহেশকে। কিন্তু মহেশের শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। ৪৩ মিনিটের মাথায় একটি কর্নার বাঁচাতে গিয়ে লাল-হলুদ ফুটবলারের হাতে বল লাগে। তবে তা ইচ্ছাকৃত ছিল না বলে রেফারি গুরুত্ব দেননি।
প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি।
ফাঁকা গ্যালারি
শনিবার সন্ধ্যে তখন সাতটা। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান (East Bengal vs ATK MB) ডার্বি শুরু হতে পাক্কা ৩০ মিনিট বাকি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল কয়েকটি ছবি। যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবি। সবকটি ছবিতেই একটা ব্যাপার দেখে সকলে বিস্মিত। সবকটি ছবিতেই দেখা যাচ্ছে, গ্যালারি ফাঁকা। হাতে গোনা যাবে, এরকম কিছু ফুটবলপ্রেমী রয়েছেন গ্যালারিতে!
যে দৃশ্য দেখে অনেকের বিশ্বাসই হচ্ছে না যে, সত্যি সত্যি এরকম ফাঁকা মাঠে কলকাতার দুই প্রধানের ম্যাচ হতে চলেছে! তখনও বলাবলি হচ্ছিল যে, ম্যাচ শুরু হতে এখনও আধ ঘণ্টা বাকি। এখনও অনেক মানুষ মাঠে এসে গ্যালারি ভরাবেন। কিন্তু কোথায় কী! ম্যাচের কিক অফ হয়ে গেল। গ্যালারি সেই ফাঁকাই রইল। যা দেখে স্টেডিয়ামে কেউ কেউ টিপ্পনি কাটলেন, ফের কি কোভিডের বাড়বাড়ন্ত হল নাকি! যে কারণে গ্যালারি এরকম ফাঁকা রইল। অতিমারী পর্বে যে ছবি দেখে কার্যত অভ্যস্ত হয়ে উঠেছিল ময়দান।
কিন্তু ঘোর কাটতে সময় লাগেনি। কারণ, ইস্টবেঙ্গল এফসি বনাম এটিকে মোহনবাগান ম্যাচ হচ্ছে কার্ত ফাঁকা গ্যালারির সামনেই। যেখানে অন্য সময় ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্য়াচের আগে টিকিটের জন্য হাহাকার শুরু হয়, টিকিটের কালোবাজারি, পুলিশি ধরপাকড় নিয়মিত ঘটনা, সেখানে সম্পূর্ণ উলটপুরাণ।