নয়াদিল্লি: বলিউডের তারকা কন্যা ও জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan), যোগ দিয়েছিলেন এবিপি নেটওয়ার্কের (ABP Network) Ideas of India-এর দ্বিতীয় অধ্যায়ে। অভিনয় জগতে তিনি পা রেখেছিলেন 'কেদারনাথ' (Kedarnath) ছবির হাত ধরে। সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে সেই ছবিতে সারার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। এদিনের অনুষ্ঠানে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন সারা। একাধিক বিষয়ে তাঁর মত প্রকাশ করেন। 


অভিনয় সফর, শিক্ষা এবং ট্রোলারদের উদ্দেশে সারার বক্তব্য


সারা আলি খানের গোটা পরিবারই অভিনয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেফ আলি খান ও অমৃতা সিংহের কন্যা তিনি। মা-বাবা দুজনেই তারকা। ঠাকুমা কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। পিসি সোহা আলি খানও অভিনয়ের সঙ্গে জড়িত। ফলে ছোট থেকেই অভিনয়ের দুনিয়ার মধ্যেই বড় হয়েছেন তিনি। তাঁর কথায়, 'আমি মনে অভিনেতাদের সফরটা একটা শিক্ষার সফর। আমরা রোজই নতুন নতুন কিছু শিখি।' তিনি আরও বলেন, 'আমার মনে হয় আমি অনেক সময়ই সিনেমা বাছার ব্যাপারে ভুল করেছি। অনেক সময় আমার অনেক ছবি দর্শক পছন্দ করেননি। কিন্তু আমি এটাও মনে করি যে এখনই আমার ভুল করার বয়স। একবার মুখ থুবড়ে পড়ে গেলে উঠে দাঁড়ানো প্রয়োজন। চড়াই উতরাই তো চলতেই থাকে। কিন্তু নিজের অন্তরের অনুভূতিটাকে প্রশ্ন করতে নেই কখনও, অভিনয় সফরে এটাই শিখেছি।'


বিভিন্ন ঘরানার চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'আমার তো এটাই আলাদা আলাদা চরিত্রে অভিনয় করার সময়। বিভিন্ন রকমের চরিত্রে কাজ করতে চাই। যাতে আমি নিজে মজা পাই, বিভিন্ন ধরনের নির্দেশকের সঙ্গে কাজের সুযোগ পাই, এবং সব জায়গা থেকে আলাদা শিক্ষা পাই।'


কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নাতনি তিনি। ঠাকুমার কোন ছবি সারার সবচেয়ে পছন্দ? অকপট জবাব, 'দাগ ও আরাধনা আমার বিশেষ প্রিয়।' আর সারার কোন সিনেমা 'দাদি'র পছন্দ হয়েছিল? 'বোধ হয় "অতরঙ্গি রে"। কারণ ওই সিনেমাটা দেখে আমাকে দাদি বেশ কয়েকবার ফোন করেছিল।'


আরও পড়ুন: Ideas of India 2023 : '১৯-এ কোনও ছেলের প্রথম প্রেমে পড়ার মতোই অভিনয় ভালবাসি', 'আইডিয়াজ অফ ইন্ডিয়ার' মঞ্চে আবেগপ্রবণ মনোজ


বলিউডে সারার প্রথম ছবি 'কেদারনাথ'। যেখানে তিনি হিন্দু ব্রাহ্মণ পুরোহিত বাড়ির কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু বাস্তব জীবনে সারা ইসলাম ধর্মাবলম্বী। তাই এমনি সময়ে তিনি কেদারনাথ দর্শনে গিয়ে ছবি পোস্ট করলে হতে ট্রোলের শিকার। এই ব্যাপারে কী মন্তব্য সারার? কষ্ট হয় এমন কমেন্ট পড়ে? সারার বুদ্ধিদীপ্ত ও পরিষ্কার জবাব, 'কোন ধরনের ট্রোলিংয়ে পাত্তা দেওয়া উচিত, আর কোনটায় নয়, সেটা বুঝে গেছি এখন। যদি আমার জিমের জামাকাপড়, আমার ভাবনা চিন্তায় কারও কোনও মতামত প্রকাশ করতে হয় তাহলে সেসবে আমার সত্যিই কিছু যায় আসে না। কিন্তু যদি আপনি আমার কাজ পছন্দ না করেন, তাহলে আমি চিন্তা করব সেটা নিয়ে। কারণ আমি দর্শকের জন্য কাজ করি। সেটা আমি শুধরে নিতে চেষ্টা করব। যেই জিনিসে আমাদের নিয়ন্ত্রণ নেই, সেটা নিয়ে বেশি ভাবা বা চর্চা করা একেবারেই লাভজনক নয়।'


 



সারা আলি খান এখন একাধিক কাজ নিয়ে ব্যস্ত। শ্যুটিং সারছেন অজস্র ছবির, তাতে বিভিন্ন ধরনের চরিত্র রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে 'অ্যায় বতন মেরে বতন'-এর টিজারও।