ভাস্কো: অতীতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে কী হয়েছে, সে কথা ভেবে বর্তমানে চাপ বাড়াতে রাজি নন এটিকে মোহনবাগানের (atk mohun bagan) স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। তাঁর মতে, প্রতি ম্যাচই তাঁদের কাছে নতুন লড়াই। বৃহস্পতিবারের ম্যাচও সে রকমই একটা ম্যাচ। এই ম্যাচে পরিকল্পনা ও দল দুটিই বদলানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। বুধবার সাংবাদিকদের যা বললেন, তার উল্লেখযোগ্য অংশ এখানে তুলে ধরা হল।

  


ডার্বি জয়ের পরে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আপনারা নিশ্চয়ই এখন আরও আত্মবিশ্বাসী?


প্রত্যেক ম্যাচই সম্পূর্ণ আলাদা। এখন পরিস্থিতি যে রকম অস্বাভাবিক। একটা ম্যাচ জেতার পরে আমাদের আত্মবিশ্বাসী হওয়াটাই স্বাভাবিক।  কিন্তু আমরা সে ভাবে প্রস্তুতি নেওয়ার সময় পাইনি। খেলোয়াড়দের মধ্যে কয়েকজন কোয়ারেন্টিনে ছিল, অনেকে সদ্য কোয়ারেন্টিন থেকে বেরিয়েছে। ওদের মানসিক অবস্থার কথা ভেবে ওদের নিয়ে পুরো অনুশীলন করা কঠিন। তবে এটা ঠিকই যে একটা জয়ের পরে আত্মবিশ্বাস বেড়েছে ঠিকই।


গত বার মুম্বই সিটি এফসি-র কাছে আপনার দল বড় ব্যবধানে হেরেছিল। এ বার আপনার ছেলেরা কেমন মানসিকতা নিয়ে এই ম্যাচে নামবে?


এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আমরা গত দুসপ্তাহ ভাল করে অনুশীলন করতে পারিনি। এখন লিগের অবস্থা, পুরোপুরি অনিশ্চয়তায় ভরা। যে কোনও দল যে কোনও দলকে হারাতে পারে। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে হবে। পরিকল্পনা অনুযায়ী আমরা এই ম্যাচে সফল হতে পারি।


মুম্বই সিটি এফসি বরাবরই এটিকে মোহনবাগানের কাছে একটা বড় বাধা। এ পর্যন্ত কোনও ম্যাচে মুম্বইকে হারাতে পারেনি আপনাদের দল। তাই এই ম্যাচে খেলোয়াড়রা কি বাড়তি চাপে থাকবে না?


এটা নতুন একটা ম্যাচ। নতুন করে ৯০ মিনিট লড়াই করতে হবে। তাই অতীতে কী হয়েছে, সেটা ভেবে চাপে পড়ার কোনও মানে হয় না। ফুটবলে সব সময় বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবাই ভাল। মাঝে মাঝে অতীত থেকে শিক্ষা নিতে হয় ঠিকই। কিন্তু সব সময় দু-তিন সপ্তাহ বা তিন মাস আগে কী হয়েছে, তা নিয়ে ভাবার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।                                                                                                                                 ------ তথ্য সৌজন্যে আইএসএল মিডিয়া