কলকাতা: আইএসএলের (ISL 2023-24) প্রথম ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ইস্টবেঙ্গলকে (East Bengal)। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধেও ড্রয়ের দিকেই এগোচ্ছিল লাল হলুদ। তবে ইনজুরি টাইমে ক্লেটন সিলভার (Cleiton Silva) বিশ্বমানের ফ্রি-কিকে কাঙ্খিত তিন পয়েন্ট পেল লাল হলুদ। এই প্রথমবার ইস্টবেঙ্গল নিজামের শহরের দলকে হারাল। ২-১ স্কোরলাইনে জয় পেল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা।


 






 


ম্যাচের অষ্টম মিনিটেই হিতেশ শর্মার গোলে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। তবে তাঁদের বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি। ক্লেটনের গোলে মাত্র মিনিট দু'য়েকের মধ্যেই ম্যাচে সমতায় ফেরে লাল হলুদ। ১০ মিনিটের মধ্যেই দুই দল গোল পেয়ে যাওয়ায় এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ছিলই। হলও তাই। তবে হ্যা, ১০ মিনিটে দুই গোল হলেও ম্যাচে গোলের বন্যা বয়নি। কিন্তু দুই দলেরই রক্ষণভাগ ও কোচেদের মস্তিষ্কের লড়াইয়ের সাক্ষী হয়ে থাকল শনিবারের যুবভারতী।


কার্লেস কুয়াদ্রাতের খেলার শৈলী ইস্টবেঙ্গলের খেলার ধরনের মধ্যে দিনে দিনে আরও যে প্রখর হয়ে উঠছে, তা প্রথমার্ধে তাঁদের আক্রমণাত্মক খেলা দেখেই বোঝা যায়। ম্যাচের ৩৬ মিনিটে দ্রুত এক কর্নারে হায়দরাবাদ রক্ষণকে বেশ হতচকিত করে দিয়েছিল ইস্টবেঙ্গল। তবে ক্লেটনের হেডার গোলপোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দুই দলই সমতায় থেকে ডাগআউটে ফেরে।


দ্বিতীয়ার্ধের সিংহভাগ সময়েই গোলের খোঁজ চালিয়ে যায় দুই দলই। কিন্তু বারংবার গোলের দরজা খুলতে ব্যর্থ হচ্ছিল দুই দলই। কেউই কাউকে ছাপিয়ে ম্যাচে নিজেদের দাপট দেখাতে পারছিল না। হায়দরাবাদ এফসির কোচ কনর নেস্টর জয়ের আশায় দ্রুত কয়েকটি বদল ঘটালেও, কুয়াদ্রাত তাঁর নামানো প্রথম একাদশের উপরই দীর্ঘক্ষণ আস্থা রাখেন। অবশেষে আট মিনিট ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ফ্রি-কিক থেকে অনবদ্য গোল করে লাল হলুদকে জেতান ক্লেটন। তাঁর নিখুঁত ফ্রি-কিক গোলপোস্টের বাঁ-দিকের কর্নারে জড়িয়ে যেতেই উচ্ছ্বাসে ভাসে গোটা যুবভারতী।


এরপর ইস্টবেঙ্গল ৪ অক্টোবর বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে। জামশেদপুর এফসির মুখোমুখি হবে হায়দরাবাদ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: এটাই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ, মেগা টুর্নামেন্ট শুরুর আগে স্পষ্ট জানিয়ে দিলেন অশ্বিন