মুম্বই: শনিবার মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে ম্যাচ থেকে এক পয়েন্ট অর্জন করতে পেরে অখুশি নন ইস্টবেঙ্গলের (East Bengal) স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। মুম্বই ফুটবল এরিনায় এই ম্যাচ গোলশূন্য রেখে শনিবার মাঠ ছাড়ে দুই দল। ঘরের মাঠের সুবিধা পেলেও তিন পয়েন্ট অর্জন করতে পারেনি গতবারের লিগশিল্ড চ্যাম্পিয়নরা।
এই নিয়ে টানা তিনটি ম্যাচে কোনও গোল হজম না করে খেলা শেষ করল ইস্টবেঙ্গল। এই ব্যাপারটিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখছেন ক্লেটন সিলভাদের কোচ। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “টানা তিন ম্যাচে ইস্টবেঙ্গল গোল খায়নি, এ রকম শেষবার হয়েছিল বোধহয় ২০১৭ সালে। মানে ছ’বছর আগে। সুতরাং বোঝা যাচ্ছে, আমরা উন্নতি করছি। দলের খেলোয়াড়দের এই চেষ্টায় আমি খুশি।”
শনিবার দুর্দান্ত রক্ষণাত্মক ফুটবল খেলে টানা চারটি ম্যাচে অপরাজিত রয়েছে লাল-হলুদ ব্রিগেড। মুম্বই সিটি এফসি-র আক্রমণ ভাগের ঝাঁঝ সামলেছে ইস্টবেঙ্গলের রক্ষণ। বিশেষ করে জর্ডনের সেন্ট্রাল ডিফেন্ডার হিজাজি মাহের দুরন্ত ফর্মে ছিলেন। তাঁকেই ম্যাচের সেরা খেলোয়াড় বাছা হয়। যিনি এর আগে প্রায় প্রতি ম্যাচেই গোল পেয়ে এসেছেন, মুম্বইয়ের সেই আর্জেন্তাইন স্ট্রাইকার পেরেইরা দিয়াজ ও তাদের সবচেয়ে বিপজ্জনক গোলমেকার গ্রেগ স্টুয়ার্টকে এদিন কড়া পাহাড়ায় রাখেন মাহের, লালচুঙনুঙ্গা, মন্দার রাও দেশাই, নিশু কুমাররা। মুম্বইয়ের ফুটবলাররা ইস্টবেঙ্গলের বক্সে ২৪ বার বলে পা লাগালেও একবারও বল জালে জড়াতে পারেননি।
শনিবারের ড্রয়ের ফলে ইস্টবেঙ্গল এফসি ন’টি ম্যাচে দশ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এল। এর আগে আইএসএলে ইস্টবেঙ্গল ও মুম্বই সিটি এফসি-র মধ্যে যে ছ’বার দেখা হয়েছে, তার মধ্যে একটি ম্যাচ ড্র হয়েছিল। ২০২২-এর জানুয়ারিতে সেই গোলশূন্য ড্রয়ের পর এই নিয়ে দ্বিতীয়বার ড্র হল তাদের ম্যাচ।
এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়া প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, “এই লিগে আরও অনেক রাউন্ড এখনও বাকি। অনেক দলই সেরা ছয়ে পৌঁছনোর দৌড়ে থাকবে। তাই প্রত্যেকটা পয়েন্টই আমাদের প্লে অফের কাছে পৌঁছতে সাহায্য করবে। তবে সে জন্য আমাদের জিততে হবে। এখন বোঝা যাচ্ছে দল ঠিক পথেই এগোচ্ছে। আজ ম্যাচের শেষ দিকে আমরা অনেক কাউন্টার অ্যাটাকে যাওয়ার জন্য জায়গা তৈরি করতে পেরেছি। যেগুলো কাজে লাগাতে পারলে আমরা ওদের হারাতেও পারতাম। আমাদের ছেলেরা আজ খুবই পেশাদার পারফরম্যান্স দেখিয়েছে এবং তিন পয়েন্ট পাওয়ার জন্য যে রকম খেলার দরকার ছিল, সে রকমই খেলেছে”।
টানা তিন ম্যাচে গোল না খাওয়া প্রসঙ্গে আইএসএল খেতাবজয়ী কোচ বলেন, “আমরা টানা তিন ম্যাচে ক্লিন শিট রাখতে পারলাম, এটা ভাল। শক্তিশালী দল হয়ে উঠতে গেলে আমাদের ভাল ডিফেন্স লাইন দরকার”। এই প্রসঙ্গে তিনি শীর্ষে থাকা এফসি গোয়ার উদাহরণ দিয়ে বলেন, “গোয়ার দলের দিকে তাকান। ওরা গত পাঁচ ম্যাচে কোনও গোল খায়নি। এর মধ্যে মনে হয় তিনটি ম্যাচে ওরা জিতেছে। কোনওটা ১-০-য়, কোনওটা ৩-০-য়। সর্বোচ্চ স্তরের ফুটবলে এ রকমই হওয়া উচিত। ওরা খুবই ফোকাসড্। প্রতিপক্ষের দুর্বলতাকে ওরা দারুন ভাবে কাজে লাগিয়ে নিচ্ছে। আমার মনে হয়, আমরাও গত চারটি ম্যাচে সেটাই করতে পেরেছি। আমাদের দুর্ভাগ্য যে চেন্নাইনের বিরুদ্ধে আমরা একটা গোল হজম করেছি”।
তবে তাঁদের যে আরও উন্নতি করতে হবে ও জয়ে ফিরতে হবে, তা স্বীকার করে নিয়ে লাল-হলুদ কোচ বলেন, “একটা ভাল দল তৈরি করতে হলে রক্ষণ ও আক্রমণ, দুই বিভাগেই ভাল করতে হবে। আরও উন্নতি করতে হবে আমাদের। যেমন সেটপিস। এই বিষয়টা নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। সেটপিসে উন্নতি দরকার। না হলে ম্যাচ জেতা যাবে না। দলের পারফরম্যান্সে ক্রমশ ধারাবাহিকতা আসছে। এটাও একটা ভাল দিক”।
আরও পড়ুন: মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়লেন ফুটবলার, বন্ধ করে দিতে হল ম্যাচ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে