নয়া দিল্লি: সংসদে স্মোক-ক্যান (Parliament Security Smoke Can) নিয়ে ঢোকার জন্য তৈরি করা হয়েছিল বিশেষ ধরনের জুতো। সেই জুতো পরেই সংসদ ভবনে ঢুকেছিলেন সাগর শর্মা (Sagar Sharma) ও ডি মনোরঞ্জন। 


দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেল FIR-এ উল্লেখ, লখনউ থেকে বানানো হয়েছিল এই স্পোর্টস শ্যু। দিল্লি পুলিশের দাবি, ডান পায়ের জুতোর সোল মোটা করা হয়েছিল অতিরিক্ত রাবার ব্যবহার করে। এরপর তাতে গর্ত করা ঢোকানো হয় স্মোক ক্যানিস্টার। গর্ত বোজাতে ফের ওপরে রাবার সোল লাগানো হয়। সমতা বজায় রাখতে ডান পায়ের সোলও মোটা করা হয়েছিল। সেখানে গর্ত করারও চেষ্টা হয়েছিল বলে দিল্লি পুলিশের দাবি। 


পুলিশ সূত্রে খবর, সাগরের জুতোর রং ছিল ধূসর। আর মনোরঞ্জন পরেছিলেন গাঢ় ধূসর রঙের জুতো। 


সংসদে স্মোক ক্যান কাণ্ডের তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে এর আগে। সাগর শর্মাকে জেরা করে দিল্লি পুলিশের দাবি, ইন্টারনেট থেকে মিলেছিল আশপাশের এলাকা সংক্রান্ত তথ্য। নিখুঁতভাবে বাস্তবায়িত করতে ও নিজেদের পরিকল্পনা গোপন রাখতে সিগন্যাল অ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে চ্যাট করতেন সংসদে স্মোককাণ্ডে ধৃতরা। 


পুলিশ সূত্রে খবর, সাগর আরও দাবি করেছেন, গায়ে আগুন লাগানোর পরিকল্পনা করলেও, তাতে নিজেদের ক্ষতি এড়াতে বিশেষ এক ধরনের জেল কিনে গায়ে লাগিয়ে নেওয়ার কথা ভেবেছিলেন তাঁরা। অনলাইন পেমেন্ট সম্ভব না হওয়ায়, সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা বাতিল করা হয়।                                         


আরও পড়ুন, পৌষের শুরুতেই আরও নামল পারদ, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আরও কমবে তাপমাত্রা?


সংসদে স্মোককাণ্ডে, আরও একজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। গ্রেফতার করা হয়েছে মাস্টারমাইন্ড ললিত ঝা-র ঘনিষ্ঠ মহেশ কুমাওয়াতকে। পুলিশ সূত্রে খবর, মহেশ কুমাওয়াতই ললিত ঝাকে রাজস্থানের হোটেলে থাকতে সাহায্য করেছিলেন। সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনাও ছিল, পরে তা বাতিল হয়, স্মোককাণ্ডে ধৃত সাগর শর্মাকে জেরায় এমনই বিস্ফোরক তথ্য মিলেছে বলে দাবি করল দিল্লি পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে