কলকাতা: আইএসএলের (ISL 2023-24) সূচি ঘোষণার পর থেকেই উদ্বেগে ছিলেন ফুটবলপ্রেমীরা। এবারের আইএসএলে সব ম্যাচই শুরু হবে রাত ৮টায়। গতবারের চেয়েও আধ ঘণ্টা পরে। ম্যাচ শেষ হতে হতে প্রায় ১০টা। অত রাতে দর্শকরা বাড়ি ফিরবেন কীভাবে, তা নিয়ে ছিল দুশ্চিন্তা। শনিবার যুবভারতী স্টেডিয়ামে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএলে অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচ দেখতে যাঁরা মাঠে যাবেন, তাঁদের জন্য স্বস্তির খবর শোনাল মেট্রো রেল কর্তৃপক্ষ।


পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ঘোষণা করলেন, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পাঞ্জাব এফসি ম্যাচের পর দুটি বিশেষ মেট্রো রেল চালানো হবে। কৌশিক বলেছেন, 'গতকাল মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে একটি অনুরোধ পাই। আজ যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগানের ম্যাচ রয়েছে। সেই ম্যাচের শেষে আমরা যাতে একটি মেট্রোর ব্যবস্থা করতে পারি, সেই অনুরোধ জানায় মোহনবাগান। তবে মোহনবাগান সুনপার জায়ান্টের অনুরোধ মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য একটা নয়, দুটো মেট্রো চালানো হবে।'


কখন চলবূে সেই মেট্রো? কৌশিক বলেছেন, 'সল্ট লেক স্টেডিয়াম থেকে রাত ১০টায় একটি ট্রেন ছাড়বে। রাত ১০.১০ মিনিটে সেই ট্রেনটি শিয়ালদায় পৌঁছবে। সেই ট্রেন যাঁরা পাবেন না, তাঁদের জন্য আরও একটি মেট্রোর ব্যবস্থা করা হয়েছে। সেই ট্রেনটি ছাড়বে রাত ১০.০৭-এ। রাত ১০.১৭ মিনিটে সেটি শিয়ালদায় পৌঁছবে।'


আইপিএলে বা শহরে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আসর থাকলে এমনটা দেখতে পাওযা গিয়েছে আগেও। মেট্রো ও বাসের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। সরকারি বাস ও মেট্রো পরিষেবার সময়ও বাড়ানো হয়। এবারের আইএসএলের রাতের ম্যাচ শুরু ৮টায়। সেক্ষেত্রে নির্ধারিত সময় অনুযায়ী ৯.৪৫ এ ম্যাচ শেষ হওয়ার কথা। সেক্ষেত্রে মাঠ থেকে খেলা দেখে বেরোতে বেরোতে ১০টার বেশি হয় যাবেই দর্শকদের। সে কথা ভেবেই স্টেডিয়াম থেকে সায়েন্স সিটি, ধর্মতলা ও উল্টোডাঙ্গা রুটে অতিরিক্ত বাস যাতে চালানো হয়, সে বিষয়ে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে সরকারকে। শিয়ালদা- স্টেডিয়াম রুটের মোট ২টো বাস, স্টেডিয়াম থেকে সায়েন্স সিটি রুটের ২টো বাস ও উল্টোডাঙ্গা রুটের ৪টি অতিরিক্ত বাস চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও ম্যাচ শেষে সেক্টর ৫ শিয়ালদহ রুটে তিনটে মেট্রো চালানোর জন্য আবেদন জানানো হয়েছিল ক্লাবের তরফে।


আরও পড়ুন: কোন মন্ত্রে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট, ফাঁস করলেন শামি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial