কলকাতা: ইস্টবেঙ্গলের (Emami East Bengal) নতুন কোচ নির্বাচিত হলেন কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। বেঙ্গালুরুর এফসি-র (Bengaluru FC) প্রাক্তন কোচের সঙ্গে দু বছরের চুক্তি সারল ইস্টবেঙ্গল। কনস্ট্যান্টাইনের জায়গায় যে এই স্প্যানিশকেই আনা হবে, তা মোটামুটি নিশ্চত হয়ে গিয়েছিল। এবার দল গঠনের জন্য ঝাঁপাবে ইস্টবেঙ্গল। ২০১৮ -২০২১ সাল পর্যন্ত বেঙ্গালুরু এফসি-র কোচিং করিয়েছেন ৫৪ বছর বয়সি কার্লেস। আগামী দু মরসুমে জন্য স্প্যানিশ কোচের উপরই আস্থা রাখতে চলেছে ইস্টবেঙ্গল। আইএস চ্যাম্পিয়ন কুয়াদ্রাত ২০১৮ সালে সুনীলদের কোচ হয়েই দলকে খেতাব এনে দিয়েছিলেন। সেই মরসুমে টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল বেঙ্গালুরু এফসি। খেলােয়াড় জীবনে বার্সেলোনার লা মাসিয়ায় ফুটবলের হাতেখড়ি হয় কুয়াদ্রাতের। বার্সেলোনা 'বি' ও 'সি' দলের হয়ে খেলেছেন। 


২০১৬ সালে সুনীলদের দলের সহকারি কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন কুয়াদ্রাত আইএসএলে। এরপর বিএফসি ফেডারেশন কাপ জেতে। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি কাপের ফাইনালে পৌঁছেছিল বেঙ্গালুরু। ২০১৮ সালে কোচ হওয়ার পরই দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেন তিনি। আইএসএলের ইতিহাসে একমাত্র দল হিসেবে লিগ টেবিলে শীর্ষে  পৌঁছনো ও চ্যাম্পিয়ন হওয়া দল হয় বেঙ্গালুরু। সুনীলরা কুয়াদ্রাতের অধীনেই এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পোর্তো এফসির বিরুদ্ধে ৯-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেন ২০২০ সালে। এফসি বার্সেলােনা যুব দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ছিলেন ১৯৭৮-৮৮ সময়কালে। 


নতুন দায়িত্ব পেয়ে কুয়াদ্রাত জানিয়েছেন, ''আগামী ২ বছরের জন্য ইমামি ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত অনুভব করছি। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে। ঐতিহ্য রয়েছে। প্রচুর ট্রফি জিতেছে এই ক্লাব। তাঁরা আমাকে সেই ঐতিহ্য বয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। কোচ হিসেবেও ভারতে ফিরতে পেরে ভাল লাগছে। আমার অনেক স্মৃতি জড়িয়ে এই দেশের সঙ্গে। নতুন ক্লাবের বিরাট ফ্যানবেসকে খুশি করা ও ট্রফি এনে দেওয়া আমার লক্ষ্য থাকবে।''


এদিকে, আজই সরকারিভাবে ছেঁটে ফেলা হল স্টিফেন কনস্ট্যান্টাইনকে। তিনি বলেন, ''ইস্টবেঙ্গল ক্লাবের তরফে একটি বিবৃতিতে কনস্ট্যান্টাইনকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, 'আমরা গত মরসুমে কোচ হিসাবে দলের দায়িত্ব সামলানোর জন্য স্টিফেন কনস্ট্যান্টাইনকে ধন্যবাদ জানাতে চাই। আমরা একসঙ্গে বেশ কিছু ভাল মুহূর্ত কাটিয়েছি এবং লাল-হলুদ পরিবারের তরফে ওঁর ভবিষ্যতের জন্য অনের শুভকামনা রইল।''