কলকাতা: আগামীকাল থেকে শুরু হতে চলেছে এই মরসুমের আইএসএল। কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে আগামীকাল। এবারের আইএসএলের বিস্তৃত টিভি সম্প্রচার হতে চলেছে আটটি বিভিন্ন টিভি চ্যানেলে। এ ছাড়া জিও সিনেমা অ্যাপে সব ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন একেবারে নিখরচায়। সারা দেশের ফুটবলপ্রেমীরা ইংলিশ, হিন্দি, বাংলা ও মালয়ালাম ভাষায় ম্যাচগুলির ধারাভাষ্য শুনতে পাবেন। কোন চ্যানেলে কোন ভাষায় ধারাভাষ্য শোনা যাবে, নীচে তা দেখে নিন-


স্পোর্টস ১৮ খেল: হিন্দি


স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি: ইংরেজি


ভিএইচ ১ এসডি ও এইচডি: ইংরেজি


সূর্য মুভিজ- মালয়ালাম


ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমা- বাংলায় সম্প্রচার


এ ছাড়াও এফএসডিএল ও ওয়ানফুটবল (OneFootball) চুক্তিবদ্ধ হওয়ায় তাদের মাধ্যমে আইএসএলের সব ম্যাচের লাইভ স্ট্রিমিং ও হাইলাইটস দেখা যাবে ১৯০টি দেশে।


অনলাইনে সব খেলা দেখা যাবে জিও সিনেমায়


বৃহস্পতিবার রাত আটটায় কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স এফসি ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের দশম মরশুম। যে দিন গুলোতে দুটি করে ম্যাচ থাকবে, সে দিন প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে।


এদিকে, আসন্ন আইএসএলে মাঠে নামতে পারবেন না আশিক কুরুনিয়ান। হাঁটুর চোটে ছিটকে গেলেন এই তরুণ ফুটবলার। মোহনবাগান সুপারজায়ান্টসের জার্সিতে আইএসএলে খেলতে দেখা যাবে না আশিককে। ভারতীয় দলের হয়ে তাইল্যান্ডে কিংস কাপ খেলতে গিয়ে ইরাকের বিরুদ্ধে ম্যাচে হাঁটুর লিগামেন্টে চোট পান সবুজ-মেরুন তারকা। সূত্রের খবর, তাঁর লিগামেন্টের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল মোহনবাগানের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় সারা মরসুমে তাঁকে আর পাওয়া যাবে না। সবুজ মেরুন বাহিনীর ডুরান্ড কাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন আশিক। 


কিছুদিন আগেই ইরাকের বিরুদ্ধে খেলতে নেমে হাঁটুতে চোট পান সবুজ মেরুন তারকার আশিক কুরুনিয়ান। পরে লেবানন ম্যাচেও দেখা যায়নি আর। পরে ক্লাবের হাতে তুলে দেওয়া হয় কুরুনিয়ান। তাই কেরালার এই তারকার ইনজুরির ফলে এবারের আইএসএলের পাশাপাশি এএফসি কাপের ক্ষেত্রে ও যে বড়সড় প্রভাব আসতে চলেছে দলের মধ্যে তা আন্দাজ করাই যায়। কিন্তু প্রশ্ন হল তার বদলে কাকে রাখবেন স্কোয়াডে? এক্ষেত্রে লিস্টন কোলাসোর নাম একাধিকবার উঠে তার একার উপরেই ভরসা রাখতে রাজি নন ফেরেন্দো। আসন্ন আইএসএলে নজরে আসতে পারেন মোহনবাগানের যে যে ফুটবলাররা