কলকাতা: ডুরান্ড কাপ (Durand Cup 2023) খেতাব ঘরে তুলেছে দল এই মরসুমে। আগামীকাল থেকে আইএসএলে নিজেদের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্ট (Mohun Bagan Supergiant)। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন দল। চলতি মরসুমেও দল দুর্দান্ত ছন্দে রয়েছে। এএফসি কাপেও দারুণ খেলছে দল। ঘরের মাঠে আগামীকালের প্রতিপক্ষও আইএসএলে একেবারে আনকোড়া পাঞ্জাব এফসি। তবে পুরনো সাফল্য নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ হুয়ান ফেরান্দো। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন লিস্টন কোলাসোকে নিয়ে। পাশে বসিয়ে সবুজ মেরুনের স্প্যানিশ কোচ জানান, ''কাল নতুন টুর্নামেন্ট শুরু হবে। ডুরান্ড কাপে কী হয়েছে বা এএফসি কাপে কী হয়েছে তা নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান ও ভবিষ্যতের দিকে তাকাতে হবে আমাদের। ঘরের মাঠে আইএসএল অভিযান শুরু করছি আমরা। অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। পাঞ্জাব ভাল দল। ওরা গতবারের আইলিগ চ্যাম্পিয়ন। ভাল ম্যাচ হবে। ৯০ মিনিটই ফোকাস ধরে রাখতে হবে আমাদের। কাল আমাদের অন্যরকম সিস্টেমে খেলতে হবে। ডুরান্ড কাপ ফাইনাল বা এএফসি কাপের গত ম্যাচে যেমন খেলেছিলাম, তার চেয়ে আলাদা। কারণ, প্রতিপক্ষ অন্যরকমের। তবে ঘরের মাঠে একটু আধটু ঝুঁকি নিয়ে খেলা যায়। সেটাই করার চেষ্টা করতে পারি।''


চোটের জন্য গোটা মরসুমেই প্রায় পাওয়া যাবে না বাগানের অন্যতম ভরসা আশিক কুরিয়ানকে। ডুরান্ড কাপের ফাইনালে লাল কার্ড দেখায় খেলতে পারবেন না অনিরুদ্ধ থাপাও। তবে যাঁরা আছেন, তাঁদের নিয়েই প্রতিপক্ষের বিরুদ্ধে ঘুটি সাজাতে চাইছেন ফেরান্দো। বাগান কোচ বলছেন, ''আমার দল নিয়ে আমি খুবই খুশি। আমাদের দলে হয়তো অনেকেই অনেক ম্যাচে খেলতে পারবে না। কেউ চোট পাবে, কারও হয়তো কার্ড সমস্যা থাকবে। কিন্তু তাদের বদলে খেলার মতো বিকল্প ভাল ফুটবলার আমাদের আছে। তারাই খেলবে। তাই এই নিয়ে চিন্তিত নই। আমি আমার পরিকল্পনা বদলাব না। দলের সবাই ভাল খেলার জন্য তৈরি। সামনে লম্বা মরশুম। সব ম্যাচেই ভাল খেলতে হবে আমাদের।'' 


কোচের পাশে বসে লিস্টন কোলাসো বলেন, ''ট্রফি জিততে কার না ভাল লাগে? গত কয়েক মাসে আমরা দুটো ট্রফি জিতেছি। এতে আমরা যথেষ্ট উজ্জীবিত হয়েছি। তাই এ বারেও ট্রফি জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামছি। গতবার ভাল করতে পারিনি। তবে সবারই ভাল ও খারাপ সময় যায়। আমি কখনও ভাবিনি যে আমার ফর্ম খারাপ যাচ্ছে। কারণ, নিজের ওপর আস্থা হারানোর অভ্যাস আমার নেই। আত্মবিশ্বাস বজায় রাখাটা খুবই জরুরি। এ বার ডুরান্ড কাপ ও এএফসি কাপে গোল পেয়েছি। এই মরশুমেও আমি আমার মতোই খেলে যেতে চাই।'' 


এই মরশুমে যে তিনটি ট্রফিই ঘরে তুলতে চায় দল তা জানিয়ে দিলেন কোলাসো। তিনি বলেন, ''সব ট্রফিই আমার কাছে গুরুত্বপূর্ণ। এখন আমাদের ফোকাস এএফসি কাপ জয়। তার পরে আইএসএল। আমরা এই মরশুমে তিনটেই জিততে চাই।''