কলকাতা: ডার্বির রং সবুজ মেরুন। শেষবার মুখোমুখি সাক্ষাতে ড্র হয়েছিল ম্য়াচ। সেবার এগিয়ে থেকেও জয় ছিনিয়ে নিতে পারেনি ইস্টবেঙ্গল। আর এবার টানা তিন গোলে পিছিয়ে থেকে একটি গোল করলেও ম্য়াচ বাঁচাতে পারলেন না কুয়াদ্রাতের ছেলেরা। প্রথমার্ধে তিন গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে একটি মাত্র গোলশোধ করতে পারে লাল হলুদ শিবির। বাগানের হয়ে তিনটি গোল করেন জেসন কামিন্স, লিস্টন কোলাসো ও পেনাল্টি থেকে দিমিত্রি পেত্রাতস। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল করেন সউল ক্রেসপো। হাবাসের কোচিংয়ে মোহনবাগান এখনও হারেনি। ডার্বিতে তো একবারও নয়। এবার সেই ধারাই বজায় রাখলেন কামিন্সরা। 


এদিন ম্য়াচের শুরুতে আক্রমণ বারবার বাড়িয়ে যাচ্ছিল লাল হলুদ বাহিনী। প্রথমে একবার পেনাল্টি পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেখান থেকে ক্লেটন সিলভা গোল করতে পারলেন না। বিশাল কায়েথ গোল বাঁচিয়ে দেন। অনুমান করে বাঁ দিকে ঝাঁপিয়েছিলেন বিশাল কাইথ। দুর্দান্ত সেভ বিশালের।


খেলার ২৮ মিনিটের মাতায় প্রভসুখন গিল বল আটকে দেন দুর্দান্তভাবে। কিন্তু পাল্টা শটে গোল করে দেন কামিন্স। নিজের আইএসএলে অষ্টম গোল করে বসেন অজি তারকা।