কলকাতা: চলতি মরশুমের আইএসএলের ফাইনালে যে দুই দল উঠবে, তাদের লিগতালিকায় অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হবে ফাইনালের ভেনু। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। লিগ তালিকায় যে ফাইনালিস্টের অবস্থান ভাল ছিল তাদের ঘরের মাঠেই হবে ফাইনাল। যার অর্থ, মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনালে উঠলে কলকাতাতেই হবে ফাইনাল। কারণ, লিগ তালিকায় তারা এক নম্বরে ছিল।


গত ১৫ এপ্রিল লিগ পর্বে শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে লিগ শিল্ড জয় করে মোহনবাগান এসজি। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট অর্জন করে তারা, যা আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ। মুম্বইয়ের দল তাদের চেয়ে এক পয়েন্ট কম পেয়ে দু’নম্বরে থেকে এ বারের লিগ পর্ব শেষ করে। এফসি গোয়া ছিল তিন নম্বরে। তারা পায় ৪৫ পয়েন্ট। এক সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে ওডিশা এফসি এবং অপর সেমিফাইনালে মুম্বইয়ের মুখোমুখি হতে চলেছে গোয়া।


সুতরাং, এফএসডিএলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ মে ফাইনাল হওয়ার সম্ভবনা বেশি কলকাতা, মুম্বই অথবা গোয়ায়। তা নিশ্চিত হওয়ার পরেই ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। নক আউট ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ওডিশা এফসি এবং চেন্নাইন এফসি-কে হারিয়ে এফসি গোয়া সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দু’টি নক আউট ম্যাচই ছিল টানটান উত্তেজনাপূর্ণ। সেমিফাইনালগুলিতেও একই রকম আকর্ষণীয় লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।


আজ, মঙ্গলবার ও ২৮ এপ্রিল প্রথম সেমিফাইনালের দুই লেগে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এসজি ও ওডিশা এফসি। বুধবার ও ২৯ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি ও এফসি গোয়া। এই চারটি ম্যাচের পর কারা শেষ পর্যন্ত খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে, সেটাই দেখার। তবে যে দলই উঠুক, তাদের মধ্যে লিগে যাদের অবস্থান ভাল ছিল, তাদের ঘরের মাঠেই যে ফাইনাল হবে, এই নিয়ে আর কোনও সন্দেহ নেই।                                                                                                                                                                                    তথ্য সংগ্রহ: আইএসএল