ঝিলম করঞ্জাই, কলকাতা :  কলকাতায় তুমুল গরম। বেলা যতই বাড়ছে, তৈরি হচ্ছে দমবন্ধকর পরিস্থিতি। মৃদু হাওয়া দিলেও, অনুভূত হচ্ছে হলকার মতো। আগামী ২৪ ঘন্টা এরকমই পরিস্থিতি চলবে, বরং আরওই চড়বে পারদ। আবহাওয়া দফতরের দ্বিপ্রাহরিক আপডেট অনুসারে, বিকেলঅবধি আংশিক মেঘলা আকাশই থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি অনুভূত হবে দুপুরে। প্রচণ্ড অস্বস্তিকর গরমের পরিস্থিতি বজায় থাকবে। আর কাল থেকে শুরু হবে তাপপ্রবাহ। সর্ব নিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বোচ্চ ৪০ ডিগ্রি থাকতে পারে।


মঙ্গলবার  সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮  ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ২৭% থেকে ৭৯%।  বৃষ্টিপাত হয়বি গত ২৪ ঘন্টা।


বুধবার থেকে ফের গরম বাড়বে কলকাতায়।  তাপপ্রবাহের পরিস্থিতি চলবে সপ্তাহভর। আগামীকাল চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমেও। বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কতা থাকবে ৯টি জেলায়। দক্ষিণের পর উত্তরেও পৌঁছবে তাপপ্রবাহ, বলছে আবহাওয়া দফতর। 
তবে কলকাতায় এবারের গরম এখনও ৪৪ বছরের পুরনো রেকর্ড ভাঙতে পারেনি। ১৯৮০ সালের এপ্রিলে ৪১.৭ ডিগ্রিতে উঠেছিল সর্বোচ্চ তাপমাত্রা। এবার এখনও পর্যন্ত কলকাতায় চল্লিশেই ঘোরাফেরা করছে পারদ-সূচক। দক্ষিণের পর উত্তরেও পৌঁছবে তাপপ্রবাহ। বাড়বে গরম। বুধ থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে রাজ্যে। 


সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস 


আগামী কয়েকদিন সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের কিছু অংশে। ৪২ থেকে ৪৩ ডিগ্রির মধ্যে রয়েছে মারাঠাওয়াড়া, তেলেঙ্গনা রায়েলসীমা , মধ্যপ্রদেশের কিছু অংশ এবং ওড়িশা গুজরাট ও বিদর্ভের কিছু অংশের তাপমাত্রা। ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সৌরাষ্ট্র কচ্ছ মধ্যপ্রদেশের কিছু অংশ ছত্রিশগড় ঝাড়খন্ড উত্তর প্রদেশ রাজস্থান তামিলনাড়ু পন্ডিচেরি ও করাই কালের বেশির ভাগ এলাকা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন :                          
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?