কলকাতা: আয়ারল্যান্ডের মিডফিল্ডার কার্ল ম্যাকহিউয়ের সঙ্গে আরও দুবছরের জন্য চুক্তি করে ফেলল এটিকে মোহনবাগান।  যার অর্থ আসন্ন এএফসি কাপ ও আগামী হিরো আইএসএলে তাঁকে সবুজ-মেরুন জার্সিতেই মাঠে দেখা যাবে। এ বছর চোটের তিরির মতো নির্ভরযোগ্য ডিফেন্ডার অনিশ্চিত হয়ে পড়েছেন এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan)। তাই রক্ষণকে সুরক্ষিত করতে তড়িঘড়ি অস্ট্রেলিয়ার ব্রেন্ডান হ্যামিল (Brendan Hamill) ও গিনির ফ্লোরেন্তিন পোগবাকে সই করিয়ে নিয়েছে সবুজ-মেরুন শিবির। এ বার এই মিডফিল্ডারকে তারা রেখে দিল মাঝমাঠ ও রক্ষণে শক্তি বাড়ানোর জন্য। মিডফিল্ডার হলেও রক্ষণেও যথেষ্ট পারদর্শী কার্ল।


বিভিন্ন পজিশনে খেলতে পারেন ম্যাকহিউ


সেন্ট্রাল ডিফেন্ডার, ডিফেন্সিভ মিডিও বা লেফট ব্যাক হিসেবে তাঁকে হিরো আইএসএলে দেখা গিয়েছে এর আগে। গত মরসুমে এটিকে মোহনাগানের হয়ে ১৮টি ম্যাচ খেলেছিলেন কার্ল। ৭৬টি ট্যাকল, ২৭টি ক্লিয়ারেন্স ও ২১টি ইন্টারসেপশন ছিল তাঁর খতিয়ানে। রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য রক্ষা করার ব্যাপারে বিশেষজ্ঞ এমন একজন অলরাউন্ডার ফুটবলারকে তাই হয়তো ছাড়তে চাননি কোচ ফেরান্দো।


গত মরসুমে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচে ৪০ মিনিটের মাথায় বিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে প্রবল সঙ্ঘর্ষের পরে মাঠে লুটিয়ে পড়েন কার্ল ম্যাকহিউ। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পরে অ্যাম্বুল্যান্সে উঠিয়ে কার্লকে মাঠের বাইরে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে ওঠার সময় সতীর্থদের সঙ্গে কথাও বলে যান কার্ল। এই দুর্ঘটনার ১৮ দিন পরে তিনি মাঠে ফিরে আসেন এবং ওডিশা এফসি-র বিরুদ্ধে পুরো ৯০ মিনিটই খেলেন। ২০১৯ থেকে ভারতের এক নম্বর লিগে তিনটি মরশুমে ৪৫টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। একটি গোল করেছেন, দু’টিতে অ্যাসিস্টও করেছেন।


বেঙ্গালুরু এফসি-তে সই হীরার


বেশ কয়েকদিন ধরে জল্পনা চলার পরে মঙ্গলবার বেঙ্গালুরু এফসি জানিয়ে দিল, বাংলার তরুণ সাইড ব্যাক হীরা মন্ডল এ বার তাঁদের হয়ে খেলবে। দু’বছরের জন্য সুনীল ছেত্রীর দলে চুক্তিবদ্ধ হলেন হীরা। মঙ্গলবার ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক অ্যানিমেশনের মাধ্যমে সরকারি ভাবে এই খবর জানিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগে বাংলার আর এক তারকা উইঙ্গার প্রবীর দাসকেও নিয়েছে তারা। হীরা বলেন, “গত দশকে ভারতের অন্যতম সফল দল বেঙ্গালুরু এফসি-তে যোগ দিতে পেরে আমার খুবই ভাল লাগছে। জাতীয় দলের অনেকেই এই ক্লাবের হয়ে খেলে। তাদের সঙ্গে সাজঘর ভাগাভাগি করে নিতে পারার সুযোগ পাওয়াটা দারুন ব্যাপার। গত বছরই প্রথম আইএসএল খেলেছি। দ্বিতীয় মরসুমে যে এ রকম একটা ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে যাব, ভাবতে পারিনি। এই ক্লাবের জার্সি গায়ে মাঠে নেমে এবং মাঠের বাইরেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব''।


আরও পড়ুন: রুট, বেয়ারস্টোর সেঞ্চুরিতে ম্যাচ জিতল ইংল্য়ান্ড, সিরিজ অধরা ভারতের