ভাস্কো: ১২ নম্বর ম্যাচে প্রথম জয় এসেছে। এরপর আর আনলাকি থার্টিন নিয়ে ভাবতে নারাজ বদলে যাওয়া এসসি ইস্টবেঙ্গল। সোমবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জয় ছাড়া আর কিছুই ভাবছে না মারিও রিভেরার দল। প্রথম লেগে হায়দরাবাদের সঙ্গে ১-১ ড্র করেছিল লাল-হলুদ। ২০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন আমির ডার্বিসেভিচ। ৩৫ মিনিটে সেই গোল শোধ করে দেন বার্থলমিউ ওগবেচে। এবার তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান নাওরেম মহেশ, অরিন্দম ভট্টাচার্যরা।


রেনেডি সিংহের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল দল। নতুন কোচ মারিও আসার পর প্রথম ম্যাচেই জয় পেয়েছেন। গোয়ার বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন মহেশ। এই একটা জয় গোটা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে অনেক বেশি চনমনে লাল-হলুদ শিবির।


হায়দরাবাদ লিগ টেবলে ওপরের দিকে। তারা প্রথম চারে থাকার লড়াইয়ে আছে। অন্যদিকে, এসসি ইস্টবেঙ্গলের লক্ষ্য লিগ টেবলে সম্মানজনক জায়গায় যাওয়া। ফলে সোমবারের ম্যাচে ভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামবে দু’দল। তবে লক্ষ্য একটাই, তিন পয়েন্ট।


এই ম্যাচের আগে লাল-হলুদ শিবিরের পক্ষে ভাল খবর, পাঁচ ম্যাচ নির্বাসনের মেয়াদ কাটিয়ে দলে ফিরছেন ক্রোয়েশিয়ার তারকা অ্যান্টনিও পেরোসেভিচ। ফলে দলের শক্তি নিঃসন্দেহে বাড়বে। সে কথা স্বীকার করেছেন কোচ। তিনি বলেছেন, ‘পেরোসেভিচ ফেরায় দলের উপকার হবে। ও অসাধারণ ফুটবলার। ওর গতি আছে, গোল করতে পারে, গোল করতে সাহায্যও করে। ও আমাদের দলের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ফুটবলার।’


লাল-হলুদ কোচ আরও বলেছেন, ‘জয় পেলে দল অন্যরকম হয়ে যায়। গত ম্যাচে জয় আগামী ম্যাচটাকে সহজ করে দেবে না। তবে এই জয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’


এই ম্যাচের পরেই ২৯ জানুয়ারি কলকাতা ডার্বি। প্রথম লেগে এটিকে মোহনবাগানের কাছে ০-৩ গোলে হেরে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। এবার কি লড়াই করতে পারবে লাল-হলুদ ব্রিগেড?