বাম্বোলিম (গোয়া) : ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) আরও প্রকট করোনার (Corona) থাবা। এবার কোভিড আক্রমণের জেরে স্থগিত হয়ে গেল শুক্রবারের (২১ জানুয়ারি) জামশেদপুর এফসি (Jamshedpur FC ) বনাম মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) ম্যাচ। সূত্র মারফত জানা যাচ্ছে, জামশেদপুর ক্লাবের একাধিক ফুটবলার করোনা আক্রান্ত (Covid Positive)। এই অবস্থায় তাদের ম্যাচ স্থগিত করা ছাড়া কোনও উপায় ছিল না। এমনিতেই বৃহস্পতিবারের (২০ জানুয়ারি) এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters FC) ম্যাচ ও তার আগে আরও কয়েকটি ম্যাচ স্থগিত করতে হয়েছিল করোনা হানার জেরে। কিন্তু আইএসএল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত টুর্নামেন্ট চালিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপে অবিচল। আর যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতেও শুরু করে দিয়েছে।


আইএসএল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আবহে স্থগিত হচ্ছে না আইএসএল। করোনা আবহের মধ্যেই সূচি মেনে চলবে এই প্রতিযোগিতা। আইএসএল-এর ক্লাবগুলির সঙ্গে আয়োজক কমিটির বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল আগেই। আয়োজকদের তরফে আরও জানানো হয়েছিল, ‘সব দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ সহ প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সবার শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।’






বিভিন্ন জৈব বলয়ে থাকা ব্যক্তিদের শারীরিক সুরক্ষাই আপাতত লিগ কর্তৃপক্ষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং লিগ ও ক্লাব একসঙ্গে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং সেই অনুযায়ীই পদক্ষেপ নেওয়া হবে।      


আরও পড়ুন-কেরল ব্লাস্টার্স শিবিরে করোনা হানা, কালকের এটিকে মোহনবাগান ম্যাচ স্থগিত