ভাস্কো: আইএসএলে আগামীকালের এটিকে মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্সের ম্যাচ স্থগিত হয়ে গেল। ম্যাচটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার সন্ধ্যায় তিলক ময়দান স্টেডিয়ামে। কয়েক দিন পরে এই ম্যাচটি হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবর্তিত দিনক্ষণ পরে নির্ধারণ করা হবে। এই নিয়ে এটিকে মোহনবাগানের তৃতীয় ম্যাচ স্থগিত রাখা হল। এর আগে ওডিশা এফসি ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাদের ম্যাচও স্থগিত রাখা হয়।
কেরালা ব্লাস্টার্স শিবিরের একাধিক ফুটবলার কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় তারা লিগের মেডিক্যাল টিমের পরামর্শে এই ম্যাচের জন্য দলকে প্রস্তুত করতে ও ম্যাচে দল নামাতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, এটিকে মোহনবাগান ও ওডিশা এফসি-র মধ্যে ম্যাচটি ২৩ জানুয়ারি রাত সাড়ে ন’টায় ফতোরদার পিজেএন স্টেডিয়ামে হবে। এটি হওয়ার কথা ছিল গত ৮ জানুয়ারি।
করোনা সংক্রমণের জেরে চলতি মরসুমের মাঝপথে এসে ধাক্কা খেয়েছে আইএসএল। ঠিক সময়ে এই প্রতিযোগিতা শেষ করা নিয়েই সংশয় দেখা দিয়েছে। চলতি মরসুমে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের জেরে তিনটি ম্যাচ স্থগিত করে দিতে হল। এরপরেও যে বাকি ম্যাচগুলি নির্দিষ্ট সূচি মেনে করা সম্ভব হবে, সে বিষয়ে কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।
করোনা আবহে স্থগিত হচ্ছে না আইএসএল। করোনা আবহের মধ্যেই সূচি মেনে চলবে এই প্রতিযোগিতা। আইএসএল-এর ক্লাবগুলির সঙ্গে আয়োজক কমিটির বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল আগেই। আয়োজকদের তরফে আরও জানানো হয়েছিল, ‘সব দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ সহ প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সবার শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।’
বিভিন্ন জৈব বলয়ে থাকা ব্যক্তিদের শারীরিক সুরক্ষাই আপাতত লিগ কর্তৃপক্ষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং লিগ ও ক্লাব একসঙ্গে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং সেই অনুযায়ীই পদক্ষেপ নেওয়া হবে। ---- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া