বাম্বোলিন: ডার্বির প্রথম লেগের পর থেকে ক্রমেই খারাপ পারফরম্যন্স। টুর্নামেন্টের মাঝে কোচ বদল। হাবাসের বদলে কোচ হয়ে এসেছিলেন হুয়ান ফেরান্দো। এরপর থেকে ক্রমেই দলটাকে নিজের মতো করে গুছিয়ে তুলেছেন। তবে এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো মনে করেন যে অতীত ভুলে সামনের দিকে তাকানোই উচিত। কাল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগ। তার আগে হুয়ান কী বললেন, দেখে নেওয়া যাক -


হায়দরাবাদ এফসি-র মতো দলের বিরুদ্ধে নামার আগে তাদের কী কী বিষয়ে আপনারা ওয়াকিবহাল রয়েছেন?


আমরা জানি যে, খুব ভাল একটা দলের বিরুদ্ধে আমরা মাঠে নামছি। এই মরসুমটা খুব ভাল কেটেছে ওদের। কুড়িটা ম্যাচ খেলা হয়ে যাওয়ার পরে হায়দরাবাদ বোধহয় খুব একটা চাপ নিয়ে খেলতে চাইবে না, বরং ফুটবলটাকে উপভোগ করার কথা মাথায় নিয়ে মাঠে নামবে। সে জন্যই ওরা ভাল দল। তবে এই ম্যাচে জিততে তো চাইবেই ওরা। উন্নত ফুটবলও খেলবে।


লিগ পর্যায়ে হায়দরাবাদ আপনাদের হারাতে পারেনি। সেমিফাইনালে কি আপনারা তাই মানসিক ভাবে একটু এগিয়ে থেকে নামবেন?


সে রকম কোনও বাড়তি সুবিধা নিয়ে মাঠে নামা কঠিন হবে। আগের ম্যাচে কী হয়েছে, কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সম্প্রতি দু-তিনটে ম্যাচে কেমন খেলেছি, এগুলোর প্রভাব খুব একটা পড়বে বলে মনে হয় না। তা কোনও বাড়তি সুবিধা পাব বলে মনে হয় না।


দুটো সেমিফাইনালে ১৮০ মিনিটের লড়াই। কী ভাবে দেখছেন এই লড়াইকে, ম্যাচ ধরে ধরে, না একসঙ্গে দুটো ম্যাচকে ফোকাসে রাখছেন?


আমাদের সামনে এখন দুটো ম্যাচ। প্রতি ম্যাচই জিততে হবে আমাদের, এমনই মানসিকতা রয়েছে আমাদের দলে। দুটো ম্যাচে আলাদা পরিকল্পনা নেই। কাল, বুধবার, দুটো ম্যাচই আমাদের জিততে হবে, এমনই ভাবনা আছে। আশা করি আমাদের ফাইনালে ওঠার স্বপ্ন সত্যি হবে। 


ওদের দলটা খুব সঙ্ঘবদ্ধ এবং ওদের বিদেশি অ্যাটাকারদের মধ্যে বোঝাপড়াও খুব ভাল। এই বিদেশি অ্যাটাকারদের আটকাবেন কী ভাবে?


হ্যাঁ, জানি ওরা প্রায় দুটো মরশুম একসঙ্গে খেলছে। একটা দল যদি দুবছর ধরে একসঙ্গে খেলে, তা হলে তারা ভাল খেলবেই। তবে আমাদের ছেলেরাও বেশির ভাগই দুই মরশুম একসঙ্গে খেলছে। তাই আমাদের দলও, আশা করি, খারাপ খেলবে না।


বিদেশিদের পাশাপাশি অনিকেত যাদব, আশিস রাই, আকাশ মিশ্র, রোহিত দানু, নিখিল পূজারিদের মতো ভারতীয় ফুটবলাররাও ভাল ফর্মে রয়েছে। ওদের সম্পর্কে কী বলবেন?


ওরা প্রত্যেকেই যথেষ্ট উন্নতি করেছে। তবে যারা ওদের খুঁজে বের করেছেন, সেই স্কাউটদের প্রশংসা করতেই হবে। এই খেলোয়াড়দের পারফরম্যান্স সম্পর্কে ওদের ভাল ধারণা আছে। এ ছাড়া ওদের কোচ এবং কোচিং স্টাফও এদের যথেষ্ট ভাল ভাবে তৈরি করেছে। তার ফল ওরা পেয়েছে। আমাদেরও সুমিত, রাণা, অভিষেকদেরও সে ভাবেই তৈরি করতে হবে। কারণ, ওদের প্রতিভা রয়েছে।                                                                                                  ---- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া