গোয়া: এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি লাল হলুদ ব্রিগেড। এই মুহূর্তে ৪ ম্যাচে ২ পয়েন্ট ঝুলিতে। এই পরিস্থিতিতে আজ আইএসএলে (isl) তিলক ময়দানে এফসি গোয়ার (fc goa) বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) । 


গত ম্যাচেই চলতি আইএসএল-এ জোড়া হারের ধাক্কা কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এসসি ইস্টবেঙ্গল। আজ নিজেদের চতুর্থ ম্যাচে চেন্নাইয়ান এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করলেন ড্যানিয়েল চিমা চুকুরা। ফলে ৪ ম্যাচে ২ পয়েন্ট হল লাল-হলুদ ব্রিগেডের। পয়েন্টের চেয়েও বড় কথা, দলটার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেল। লাল-হলুদ জার্সি যে লড়াইয়ের জন্য ১০০ বছর ধরে বিখ্যাত, সেটা যেন এই ম্যাচে ফিরে এল। সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। পরপর দু’টি ম্যাচ হেরে দলটা প্রচণ্ড চাপে ছিল। বিশেষ করে যেখানে স্বয়ং কোচ তাঁর দলের মান নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন, সেখানে শুভম সেন, মহম্মদ রফিক, হীরা মণ্ডলের মতো বঙ্গসন্তানদের কাছে নিজেদের প্রমাণ করার তাগিদ ছিল। প্রত্যেকেই দুরন্ত লড়াই করলেন। বিশেষ করে তরুণ গোলকিপার শুভম সেন।


দলের চোট আঘাত প্রসঙ্গে লাল হলুদ কোচ ম্যাচের আগের দিন জানিয়েছেন, ''অঙ্কিত মুখোপাধ্যায় ও জ্যাকিচাঁদ সিংহ ক্রমশ সুস্থ হয়ে উঠছে। তারা ওরা কবে মাঠে ফিরতে পারবে, বলতে পারব না। এই ধরনের চোটগুলোর ক্ষেত্রে তাড়াহুড়ো করে লাভ হয় না। ওদের ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেকের শারীরিক অবস্থার ওপরই নজর রাখা হচ্ছে। কারণ, আমরা প্রাক-মরশুম প্রস্তুতি দেরি করে শুরু করেছি। দলের সবাই মাঠে নামার সুযোগ পাবে।'' একনজরে দেখে নিন কখন, কোথায় দেখবেন আজকের এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচ।


কোথায় ম্যাচ: গোয়ার তিলক ময়দান






কবে খেলা: আজ পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে এসসি ইস্টবেঙ্গল ও এফসি গোয়া




 


খেলা শুরু কখন: সন্ধে ৭.৩০ থেকে ম্যাচ শুরু

টিভিতে খেলা দেখবেন কোথায়: এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচটি দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও জলসা মুভিস

মোবাইল থেকে দেখবেন কীভাবে: হটস্টারে এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে।


আরও পড়ুন: অশ্বিনের কথায় টনক নড়ল, আজাজকে স্বীকৃতি দিল ট্যুইটার