পানাজি: ফের আইএসএলে (ISL 2021) মুখ থুবড়ে পড়ল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। তারাই এখন একমাত্র দল, যারা চলতি আইএসএলে কোনও ম্যাচে জেতেনি। মঙ্গলবার এফসি গোয়া এই মরসুমে প্রথম জয়ের স্বাদ পেল।


মঙ্গলবার ম্যাচ হেরে লিগ তালিকার তলানিতে চলে গেল এসসি ইস্টবেঙ্গল। আর লাল-হলুদকে ৪-৩ হারিয়ে ১০ লিগ তালিকার দশ নম্বরে উঠে এল গোয়ার দলটি।


ফের একবার প্রকট হয়ে গেল ইস্টবেঙ্গল রক্ষণের হতশ্রী চেহারা। যে দল প্রথম তিনটি ম্যাচেই হেরেছিল, তাদের কাছে ৩-৪ হেরে গেল এসসি ইস্টবেঙ্গল। প্রতিটি ম্যাচে দল বদলে চলেছেন দিয়াজ। কিন্তু সেরা একাদশ এখনও তৈরি করে উঠতে পারেননি। এফসি গোয়ার বিরুদ্ধেও দলে পাঁচটি পরিবর্তন করেছিলেন তিনি। তবু জেতা হল না লাল-হলুদের।


মঙ্গলবার দলে পাঁচটি পরিবর্তন করা হয়। আন্তোনিও পেরোসেভিচ, ফ্রাঞ্জো প্রেস, রাজু গায়কোয়াড়, বিকাশ জাইরু, সৌরভ দাস দলে ফেরেন। ড্যানিয়েল গোমস, জয়নার, ড্যানিয়েন সিডোয়েল, মহম্মদ রফিক এবং চিমা প্রথম একাদশ থেকে বাদ যান। তবে রক্ষণ এবং মাঝমাঠে পরিবর্তন এনেও কোনও কিছু করে উঠতে পারলেন না ম্যানুয়েল দিয়াজ।


১৪ মিনিটে রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে আলবার্তো নগুয়েরা ১-০ এগিয়ে দেন এফসি গোয়াকে। গোয়া ১-০ এগিয়ে যাওয়ার পর গোলের মুখ খুলতে মরিয়া ছিল এসসি ইস্টবেঙ্গল। ২৬ মিনিটে ফ্রি-কিক পায় লাল-হলুদ। আমির দেরভিসেভিচের শট গোয়ার ওয়ালে লেগে ফিরে আসে। সেই ফিরতি বল ধরে বাঁ পায়ের জোরাল শট জালে জড়ান আন্তোনিও পেরোসেভিচ।


৩১ মিনিটে পেনাল্টি-বক্সের মধ্যে সৌরভ দাস ফাউল করে বসেন। পেনাল্টি পায় গোয়া। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি জর্জে অর্টিজ। ২-১ এগিয়ে গেল এফসি গোয়া। ৩৭ মিনিটে ফ্রি-কিক থেকে আমির দেরভিসেভিচ দুরন্ত গোল করে সমতা ফেরান।


৪৪ মিনিটে কর্নার থেকে নগুয়েরার শট বাঁচানোর পরিবর্তে আত্মঘাতী গোল করে বসেন পেরোসেভিচ। ৩-২ ফের এগিয়ে যায় গোয়া। ৫৯ মিনিটে একক দক্ষতায় দুরন্ত একটি গোল করেন পেরোসেভিচ। ধীরজ-সহ এফসি গোয়ার দুই ফুটবলারকে কাটিয়ে ৩-৩ করেন পেরোসেভিচ।


তবে ৭৯ মিনিটে লাল-হলুদ রক্ষণের হতশ্রী চেহারা ফের একবার বেরিয়ে পড়ে। ফের ৩-৪ পিছিয়ে পড়ে তারা। নগুয়েরা আরও একটি গোল করে ৪-৩ ব্যবধানে গোয়াকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ৪-৩ গোলেই শেষ হয় ম্যাচ।