মুম্বই: এ বছরের ১ অক্টোবর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) তৃতীয় মরশুমের খেলা চলবে। আজ এই লিগের বিপণনের দায়িত্বে থাকা সংস্থা ক্রীড়াসূচি ঘোষণা করেছে।   এবারের আইএসএল-এর উদ্বোধনী ম্যাচ হবে গুয়াহাটিতে। জন আব্রাহামের নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টানা তৃতীয়বার প্রথম ম্যাচেই সচিন তেন্ডুলকরের কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে।   ৭৯ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় ৬১টি ম্যাচ হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে। সেমিফাইনালের প্রথম লেগ হবে ১০ ও ১১ ডিসেম্বর এবং ফাইনাল হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ফাইনাল।