কলকাতা: হিন্দি ভৌতিক ছবি ‘বীরানা’-র জসমিনকে মনে পড়ে? ওই ছবির পরই আচমকা চিরতরে রূপোলি পর্দা থেকে হারিয়ে যান এই অভিনেত্রী। শুধু তাই নয়। ইন্টারনেটেও তাঁর সম্বন্ধে কোনও তথ্য নেই! কোথায় আছেন জসমিন? কেমনই বা আছেন? এই সব প্রশ্ন বারবার ঘোরাফেরা করেছে সকলের মনে। জসমীন আদৌ বেঁচে আছেন তো? মনে দানা বেঁধেছে সেই প্রশ্নও। আটের দশকের শেষের দিকের কথা। বলিউডের বিখ্যাত রামসে ব্রাদার্স নির্মিত নতুন ভৌতিক ছবি ‘বীরানা’ মুক্তি পায়। সেখানে অন্যতম প্রধান চরিত্র ‘জসমিন’-এর ভূমিকায় দেখা যায় অভিনেত্রী জসমিন-কে। বীরানার আগে, জসমীন আরও দুটি ছবিতে অভিনয় করেছিলেন। একটি ‘সরকারি মেহমান’ (১৯৭৯)। ছবিতে অভিনয় করেছিলেন বিনোদ খন্না। দ্বিতীয় ছবি ‘ডিভোর্স’ (১৯৮৪)। কিন্তু, দুটিতেই দর্শকদের মনে তেমন কোনও দাগ কাটতে পারেননি তিনি। বীরানার জন্য একটি অনামী মুখের খোঁজ করছিলেন রামসে-রা। সেই সময় নির্মাতাদের সঙ্গে জসমীনের পরিচয় করিয়ে দেন তাঁর ‘ডিভোর্স’ সহ-অভিনেতা বিজয়েন্দ্র ঘাটগে, যিনি এই ছবিতেও অভিনয় করেন। বীরানা সুপারহিট হয়। আর ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন জসমীন। আট থেকে আশি – সব বয়সের কাছে জসমীন তখন রীতিমতো হার্টথ্রব। বীরানায় তাঁর যৌন আবেদনে ‘পাগল’ হয়েছিলেন দেশের তামাম যুবারা। বীরানার দৌলতে জসমীন রাতারাতি তারকা বনে ওঠেন। তবুও, আচমকা ছন্দপতন। এই ছবির পরই ভক্তকূলকে অন্ধকারে রেখেই কোথায় যেন হারিয়ে গেলেন জসমীন। আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে।
অনেক জল্পনা রয়েছে জসমীনকে ঘিরে। অনেক তত্ত্ব। অভিনেত্রীর আসল নাম নিয়েও রয়েছে ধোঁয়াশা। বীরানার ক্রেডিটে তাঁর আসল নামও জসমীন দেখানো হয়েছে। যদিও, সেই সময় অনেকেই স্ক্রিন-নেম ব্যবহার করতেন। খবরে প্রকাশ, জসমীনের এক ঘনিষ্ঠ বন্ধুর মতে, বীরানার পরই তৎকালীন বম্বে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি-ফোন পেতে শুরু করেন তিনি। এক আন্ডারওয়ার্ল্ড ডন তো তাঁকে বিয়ে করতেও চান। সমাধান চাইতে পুলিশের দ্বারস্থ হন জসমীন। কিন্তু, অভিযোগ, পুলিশ কোনও সাহায্য করেনি। তাই বাধ্য হয়ে চিরতরের জন্য বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। শোনা যায়, তিনি মার্কিন মুলুকে সুখে সংসার করছেন। ওই বন্ধুর মতে, তিনি ভারতেই ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন। এমনকী, নিজেকে ভারতীয় বলতেও ঘৃনাবোধ করেন জসমীন বলে দাবি ওই বন্ধুর। যদিও, এই তত্ত্বের কোনও প্রমাণ নেই। ঠিক যেমন প্রমাণ নেই, জসমীন আদৌ বেঁচে আছেন কি না। কারণ, বহুক্ষেত্রে দেখা গিয়েছ, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে টিনসেল টাউনের একাধিক ব্যক্তিত্বকে। জসমীনও যে সেই তালিকায় নেই, এমন কথা জোর গলায় বলা যায় না। তবে, সাম্প্রতিককালে জসমীনকে নিয়ে আরেক চমৎকৃত তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, এই সুন্দরী অভিনেত্রী ফরিদাবাদে ঘর-সংসার করছেন। তাঁর স্বামীর নাম রাহুল তুগনায়েত। যদিও, এই খবরেরও সত্যতাও কেউ দিতে পারেননি। তবে,  একটা কথা সত্যি যে, বীরানার পর থেকে আর কোথাও দেখা যায়নি জসমীনকে। ইন্টারনেটে তাঁর নামে দিয়ে সার্চ করলে বহু প্রশ্নের দেখা তো মিলবে। পাওয়া যাবে না কোনও উত্তর। এমনকী, জুনিয়র অভিনেতা সহ বীরানায় অভিনয় করা বাকিদের বিভিন্ন ছবি মিললেও, তাঁর কোনও ছবির (রিয়েল লাইফ) হদিসও মেলেনি। ফলে, জসমীনের ‘ভৌতিক’ অন্তর্ধান নিয়ে এখনও অন্ধকারে তাঁর ভক্তরা। সকলের একটাই প্রার্থনা, তিনি যদি বেঁচে থাকেন, তাহলে যেন একবার সামনে আসেন!