মিউনিখ: আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের ২৫ মিটার পিস্তলে সোনা জিতে ২০২০ টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন রাহি সর্নোবত। পাশাপাশি পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে নয়া বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন ১৭ বছরের সৌরভ চৌধুরী। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও মনু ভাকেরের সঙ্গে জুটি বেঁধে সোনা জিতেছেন সৌরভ। তিনটি সোনা নিয়ে এখন পদক তালিকার শীর্ষে ভারত। একটি সোনা, একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে চিন।
মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালের শুরুতে রাহির সঙ্গে লড়াইয়ে ছিলেন মনু ও ইউক্রেনের ওলেনা কস্তেভিচ। তবে শেষপর্যন্ত পঞ্চম স্থানেই থাকতে হয় মনুকে। ৩৭ পয়েন্ট নিয়ে সোনা পান রাহি। ৩৬ পয়েন্ট নিয়ে রুপো পান ওলেনা। ১০ পয়েন্ট পিছনে থেকে ব্রোঞ্জ পান বুলগেরিয়ার আন্তোয়ানেতা বনেভা।
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২৪৬.৩ স্কোর করে জুনিয়র ও সিনিয়র দুই পর্যায়েই নিজের গড়া বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন সৌরভ। সিনিয়র পর্যায়ে তাঁর বিশ্বরেকর্ড করা স্কোর ছিল ২৪৫। জুনিয়র পর্যায়ে বিশ্বরেকর্ড করা স্কোর ছিল ২৪৫.৫। দু’টি রেকর্ডই ভেঙে দিলেন তিনি।
শ্যুটিং বিশ্বকাপে সৌরভ চৌধুরীর বিশ্বরেকর্ড, সোনা জিতে টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন রাহি সর্নোবতের
Web Desk, ABP Ananda
Updated at:
28 May 2019 11:29 AM (IST)
১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও মনু ভাকেরের সঙ্গে জুটি বেঁধে সোনা জিতেছেন সৌরভ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -