ইনদওর: বিসিসিআই-এর নয়া সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও নির্বাচকরা সরাসরি মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে কথা বলেই তাঁর ভবিষ্যতের বিষয়টি ঠিক করতে পারেন। এমনই মনে করেন প্রাক্তন বিসিসিআই সচিব সঞ্জয় জগদলে। তিনি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ধোনির ভবিষ্যতের বিষয়ে সমস্যাটি বিশাল কিছু নয়। সৌরভ ও নির্বাচকরা সরাসরি ধোনির সঙ্গে কথা বলে সহজেই বিষয়টির সমাধান করতে পারেন। সব দেশেই বড় ক্রিকেটারদের সঙ্গে কথা বলে এই ধরনের সমস্যা মিটিয়ে নেওয়া হয়।’


গত কয়েকমাস ধরে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নেই ধোনির। তিনি আর জাতীয় দলে ফিরবেন কি না, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে। আগামীকাল ধোনির বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসবেন সৌরভ। তার আগে তিনি ধোনিকে যোগ্য সম্মান দেওয়ার কথা বলেছেন।

সৌরভের বিসিসিআই সভাপতি হওয়া প্রসঙ্গে জগদলে বলেছেন, ‘সিএবি সভাপতি হিসেবে সৌরভ ভাল কাজ করেছেন। ক্রিকেটার ও ক্রীড়া প্রশাসক হিসেবে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে ভারতীয় ক্রিকেট লাভবান হবে। তরুণ প্রতিভা তুলে আনার লক্ষ্যে সারা দেশে ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো উন্নত করা উচিত।’