ভারতের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করা হরভজন এখনও বেশ জনপ্রিয়। আকাশের পোস্ট করা ভিডিওতে তারই প্রমাণ পাওয়া গেল। দেখুন, হরভজনের বোলিং অ্যাকশন নকল করছে একটি মেয়ে, ভিডিও পোস্ট করলেন আকাশ চোপড়া
Web Desk, ABP Ananda | 23 Oct 2019 07:00 PM (IST)
ভারতের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করা হরভজন এখনও বেশ জনপ্রিয়।
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: ভারতের অন্যতম সেরা অফস্পিনার হরভজন সিংহের বোলিং অ্যাকশন নকল করছে একটি মেয়ে। সেই ভিডিও ট্যুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে হরভজনের মতো বোলিং করা মেয়েটির পরিচয় জানা যায়নি।