এর আগে মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বনিম্ন রান ছিল চিনের। ব্যাঙ্ককে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচে ১৪ রান করেছিল চিন। আজ সেই রেকর্ড ভেঙে দিল মালি। মহিলাদের টি-২০ আন্তর্জাতিকে সর্বনিম্ন স্কোর, রোয়ান্ডার বিরুদ্ধে ৬ রানে অলআউট মালি
Web Desk, ABP Ananda | 18 Jun 2019 10:24 PM (IST)
এর আগে মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বনিম্ন রান ছিল চিনের।
ফাইল ছবি
নয়াদিল্লি: মহিলাদের টি-২০ আন্তর্জাতিকে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ল মালি। আজ রোয়ান্ডার বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৬ রানে অলআউট হয়ে গেল মালি। মাত্র চার বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রোয়ান্ডা। মালির ওপেনার মারিমা সামাকে এক রান করেন। বাকি পাঁচ রানই অতিরিক্ত। মালির আর কোনও ব্যাটসম্যান রান করতে পারেননি। ৯ ওভার ব্যাটিং করে ৬ রান করে মালি।