ভারতের কাছে হারের পর পাক ক্রিকেট দলকে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে পিটিশন আদালতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2019 07:59 PM (IST)
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দলের হারে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে পাকিস্তানের সমর্থকদের মধ্যে। আর সেই ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে, পাক দলকে নিষিদ্ধ করা এবং পাশাপাশি নির্বাচক কমিটির বরখাস্তের দাবি জানিয়ে গুজরানওয়ালা দায়রা আদালতে মামলা দায়ের করলেন এক হতাশ অনুরাগী।
MANCHESTER, ENGLAND - JUNE 16: Sarfaraz Ahmed of Pakistan looks bewildered during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between India and Pakistan at Old Trafford on June 16, 2019 in Manchester, England. (Photo by Andy Kearns/Getty Images)
লাহোর: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দলের হারে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে পাকিস্তানের সমর্থকদের মধ্যে। আর সেই ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে, পাক দলকে নিষিদ্ধ করা এবং পাশাপাশি নির্বাচক কমিটির বরখাস্তের দাবি জানিয়ে গুজরানওয়ালা দায়রা আদালতে মামলা দায়ের করলেন এক হতাশ অনুরাগী। গত রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের মেগা ম্যাচে ভারতের কাছে ৮৯ রানে হারের পর পাক ক্রিকেটাররা সমর্থকদের এবং সেইসঙ্গে প্রাক্তন খেলোয়াড়দের সমালোচনার মুখে পড়েছেন। চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে পাকিস্তান। তাদের পরে রয়েছে একমাত্র আফগানিস্তান। গুজরানওয়ালার আদালতে পাক ক্রিকেট দলকে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে পিটিশন দায়েরকারীর নাম অবশ্য জানা যায়নি। তিনি ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ভেঙে দেওয়ারও দাবি জানিয়েছেন। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গেছে। ওই ব্যক্তির পিটিশনের ভিত্তিতে পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা দায়রা আদালতের বিচারক পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)-র আধিকারিকদের সমন পাঠিয়েছেন। পাক সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে যে, আগামী বুধবার লাহোরে বসতে চলেছে পিসিবি গভর্নিং বডির বৈঠক। ওই বৈঠকে টিম ম্যানেজমেন্টে বড়সড় রদবদলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র উল্লেখ করা পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কোচ ও নির্বাচক সহ টিম ম্যানেজমেন্টের একাধিক সদস্যকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে পিসিবি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, দলের কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি আর বাড়াচ্ছে না পিসিবি। টিম ম্যানেজার তালাত আলি, বোলিং কোচ আজহার মেহমুদ সহ সমগ্র নির্বাচক কমিটিকেই ছেঁটে ফেলা হতে পারে। পিসিবি-র ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান তাঁর বিদেশ সফর কাটছাঁট করেছেন এবং বুধবার লাহোরে গভর্নিং বোর্ডের বৈঠকে যোগ দেবেন।