নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হলেও, আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপ জেতাই ভারতীয় দলের লক্ষ্য।
এক সাক্ষাৎকারে পাণ্ড্য বলেছেন, ‘দীর্ঘ আইপিএল ও বিশ্বকাপের পর আমার বিশ্রাম দরকার ছিল। আমি দু’টি প্রতিযোগিতাতেই ভাল খেলেছি। তাই নিজের সেরাটা দেওয়ার জন্য আমার বিশ্রাম দরকার ছিল। টিম ম্যানেজমেন্ট বা আমি কেউই চাইনি চোট পাই। বিশ্রাম নেওয়ার ফলে আমার সুবিধা হয়েছে। আমার ফিটনেস বেড়ে গিয়েছে। আমি পাইলেটস শুরু করেছি। ক্রিকেটাররা সাধারণত এই কসরত করে না। এতে আমার লাভ হয়েছে। গত এক মাস ধরে আমি রোজ দু ’বার করে এটা করেছি। আমার কোমরের অবস্থার উন্নতির জন্য এটা করা দরকার ছিল।’
পাণ্ড্য আরও বলেছেন, ‘বিশ্বকাপে ৩০ মিনিট ছাড়া বাকি সময়টা আমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছি। সবাই ভাল খেলার চেষ্টা করছিল। সেমি-ফাইনালে হেরে যাওয়ার পর আমারও খারাপ লেগেছিল। তবে জীবন থেমে থাকে না। আমরা পরের বিশ্বকাপের (২০২০ টি-২০ বিশ্বকাপ) দিকে মন দিচ্ছি এবং সেই প্রতিযোগিতা জয়ের চেষ্টা করছি।’
টি-২০ বিশ্বকাপ জেতাই আমাদের লক্ষ্য, জানালেন পাণ্ড্য
Web Desk, ABP Ananda
Updated at:
11 Sep 2019 11:52 PM (IST)
আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপ জেতাই ভারতীয় দলের লক্ষ্য।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -