বড়পর্দায় ধোনির ‘ক্রিকেট জার্নি’-র রূপায়ণে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত। সুশান্ত জানিয়েছেন, ধোনি যে ধরনের স্পোর্টসম্যান, তাঁকে বোঝা খুবই কঠিন। খেলার দক্ষতার থেকেও মানুষ ধোনিকে বোঝা আরও শক্ত। বাইরে থেকে ‘মিস্টার কুল’-কে শান্ত মনে হলেও, ভিতরে ভিতরে তাঁর মস্তিষ্কে কী চলছে, তিনি কী ভাবছেন, তার হদিশ পাওয়া ভীষণই কঠিন।
সুশান্ত যে স্কুলে পড়াশোনা করেছেন, সেই ডিএভি কুলাচি হংসরাজ মডেল স্কুলে ট্রেলর প্রকাশ হয় এই ছবির। হাজির ছিলেন, পরিচালক নীরজ পাণ্ডে, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত এবং যাঁকে নিয়ে এই ছবি, সেই ধোনি স্বয়ং। সুশান্তকে জিজ্ঞেস করা হয়, ধোনির চরিত্রে অভিনয়টা কতটা চ্যালেঞ্জিং ছিল? উত্তরে সুশান্ত বলেন, তিনি যে চরিত্রে অভিনয় করতে চলেছেন, নিজেই সেই চরিত্রের মধ্যে ঢুকে যান। সে বাস্তবই হোক, বা কল্পনার। সুশান্ত বলেন, ধোনির বায়োপিকে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। তিনি আশাবাদী, এই ফিল্ম খুশি করবে ধোনিকেও। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসেন সুশান্ত। এই ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁর ক্রিকেট খেলাটাও যে খানিকটা ভালো করে শেখা হয়েছে, তা জানিয়েছেন তিনি। সুশান্ত মনে করেন, রঞ্জি ম্যাচের যোগ্য হয়ে উঠেছেন তিনি।
উল্লেখ্য, এই ছবিতে পরিচালক নীরজ পাণ্ডের ভাবনা-চিন্তার ওপর হস্তক্ষেপ করেননি ধোনি। ধোনি বলেন, নীরজ যখন তাঁর কাছে ছবি-তৈরির কথা বলতে আসেন, তিনি জানান, সব প্রশ্নের উত্তর দেবেন। এই ছবিটি তাঁর কাছে ভীষণই স্পেশাল। ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে এসে ছোটদের মাঝে নস্টালজিক হয়ে পড়েন ধোনি।
দেখুন: ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র ট্রেলর-