রোহিত উল্টোদিকে থাকলে রান তাড়া করা সহজ হয়ে যায়, বলছেন বিরাট
Web Desk, ABP Ananda | 22 Oct 2018 09:50 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
গুয়াহাটি: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক বিরাট কোহলি। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচের পর তিনি বলেছেন, ‘এই নিয়ে আমরা ৫-৬ বার দ্বিশতরানের পার্টনারশিপ গড়লাম। রোহিতের সঙ্গে আমরা যখন এভাবে ব্যাট করি, তখন খুব আনন্দ হয়। আমরা জানি, এর ফলে দল উপকৃত হবে।’ গতকাল বিরাট ও রোহিতের জুটিতে ২৪৬ রান যোগ হয়। এর ফলে ৩২৩ রানের টার্গেট তাড়া করতেও ভারতীয় দলের কোনও সমস্যাই হয়নি। এ বিষয়ে ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমরা সহজেই ম্যাচ জিতেছি। খুব ভাল লেগেছে। ওয়েস্ট ইন্ডিজ বড় রান তুলেছিল। ৩২০-র টার্গেট খুব কঠিন ছিল। তবে আমরা জানতাম, বড় পার্টনারশিপ হলে এই রান তুলতে পারব। উল্টোদিকে রোহিত থাকলে কোনওদিনই রান তাড়া করা কঠিন হয় না। টপ অর্ডারের তিনজনের মধ্যে রোহিত ও শিখর (ধবন) ভাল স্ট্রোক খেলে। তাই আমি বেশিরভাগ সময় একটা দিক ধরে রাখার চেষ্টা করি। তবে গতকাল রোহিতকে বলেছিলাম, আমি স্ট্রোক খেলব আর ও উইকেটে টিকে থাকার চেষ্টা করুক। (অম্বাতি) রায়াডু ক্রিজে আসার পর আবার রোহিতের ভূমিকা বদলে যায়।’