মদ খেয়ে এসে ঝগড়া করায় ছেলেকে খুনের অভিযোগ, গ্রেফতার উত্তরপ্রদেশ বিধান পরিষদের চেয়ারম্যানের স্ত্রী
Web Desk, ABP Ananda | 22 Oct 2018 07:19 PM (IST)
লখনউ: ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল উত্তরপ্রদেশের বিধান পরিষদের চেয়ারম্যান রমেশ যাদবের স্ত্রী মীরাকে। তিনি অপরাধের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। পুলিশ সুপার (পূর্ব) সর্বেশ মিশ্র জানিয়েছেন, ‘লখনউয়ের দারুল শাফা অঞ্চলে নিজের বাড়িতেই অভিজিতের (২২) মৃতদেহ পাওয়া যায়। তাঁর পরিবারের লোকজন দাবি করেন, এই মৃত্যু স্বাভাবিক। তাই তদন্তের প্রয়োজন নেই। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ায় দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পোস্টমর্টেম রিপোর্টে জানা গিয়েছে, অভিজিৎকে গলা টিপে খুন করা হয়েছে। জেরার মুখে তাঁর মা জানিয়েছেন, শনিবার রাতে মদ খেয়ে এসে ঝগড়া করাতেই খুন করেছেন।’ পুলিশ সুপার আরও জানিয়েছেন, ‘তদন্তে জানা গিয়েছে, অভিজিৎ রোজই মদ খেয়ে বাড়ি ফিরে মায়ের সঙ্গে ঝগড়া করতেন। ঘটনার রাতেও তিনি সেটাই করেন। এরপর রেগে গিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন মীরা। উঠে দাঁড়িয়ে ফের চিৎকার শুরু করে দেন অভিজিৎ। তখন ফের তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গলা টিপে মারেন মীরা।’