নয়াদিল্লি: সম্প্রতি দুরন্ত ছন্দে ব্যাটিং করছেন বিরাট কোহলি। তিনি নিজেও মনে করছেন, গত দুমাস যেভাবে ব্যাটিং করছেন, এর আগে সেরকম আর কখনও করতে পারেননি। যদিও ফর্মের শিখরে পৌঁছে গেছেন কিনা, তা জানেন না। কোহলি বলেছেন, আমার মনে হচ্ছে, গত কয়েকমাসে আমি সবে শুরু করেছি।
একইসঙ্গে কোহলি বলেছেন, সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা তাঁকে বিব্রত করে।
অনেক কোচই তাঁর কাছে জানতে চেয়েছেন, তিনি ফর্মের শিখরে পৌঁছে গিয়েছেন কিনা। এর জবাবে কোহলি বলেছেন, আমি জানি না, সেরা ফর্মে খেলছি কিনা। শুধু এটুকু বলতে পারি, আমি বল অনেক ভালো হিট করছি, যা আগে কোনওদিন হয়নি। তবে এই সময়টা হেলাফেলার নয়।
গত টি-২০ বিশ্বকাপ থেকে স্বপ্নের ফর্মে রয়েছেন কোহলি। আইপিএলেও অব্যাহত সেই ফর্ম। ইতিমধ্যেই তিনটি শতরান সহ আইপিএলে এক মরশুমে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন তিনি।
কোহলি বলেছেন, অন্য কিছু ভাবার থেকে এই পর্বটা আমি উপভোগ করতে চাই। আগে কখনও নিজেকে এত শান্ত মনে হয়নি। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, ব্যক্তি হিসেবেও নিজেকে আরও উন্নত করতে চাই।
এক সাক্ষাত্কারে কোহলি মাঠে নামার আগে নিজের মনোভাব সম্পর্কেও জানিয়েছেন কোহলি। মাঠে নামার আগে নিজের হৃদস্পন্দন মেপে নেন কোহলি। তিনি বলেছেন, নিজেকে শান্ত রাখতে চাই বলে এটা করি। যদি হার্ট খুব দ্রুত গতিতে চলে, মনে হয় নিজের সেরাটা দিতে পারব না। তাই হার্টবিট মেপে নামি। নিজের ইনিংস শুরু করি।
বিধ্বংসী ফর্মের কারণে অনেকেই কোহলির সঙ্গে সচিনের তুলনা করছেন। কিন্তু এ ধরনের তুলনা একেবারেই না-পসন্দ কোহলির। তিনি বলেছেন, সত্যি কথা বলতে কী, এতে খুব বিব্রত লাগে। এতে সচিনের উপরই অবিচার হচ্ছে। সচিনের সঙ্গে কারও তুলনা চলে না। আপনারা এমন একজন ব্যাটসম্যানের কথা বলছেন যাঁর দক্ষতা, যাঁর ক্ষমতাই আলাদা। কোহলি আরও বলেছেন, আমি নিজের খেলার ক্ষমতা উন্নত করেছি। কিন্তু সচিন যা যা করেছেন, তা করার জন্মগত অধিকার নিয়ে এসেছিলেন। আমি তো দু’বছর হল ভাল খেলছি। সচিন চব্বিশ বছর দেশের সেবা করে গিয়েছেন। আমাদের প্রজন্মের যে কোনও ব্যাটসম্যানের চেয়ে উনি সব সময় দু’টো ধাপ উপরে থাকবেন। আমিও ওঁকে দেখে অনুপ্রেরণা পাই। কিন্তু আমি নিজের মতো রাস্তা তৈরির চেষ্টা করি।