বার্মিংহ্যাম: ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টে ভারত প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। ৫-০ ব্যবধানে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিলেন শ্রীকান্ত, সিন্ধু। জয়ের পর শ্রীকান্ত মনে বলছেন, এই ধারাবাহিকতা ধরে রাখাই এখন একমাত্র লক্ষ্য। 


কী বলছেন শ্রীকান্ত?


গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর শ্রীকান্ত বলেন, ''দলের প্রত্যেকে যেভাবে খেলেছে, তাতে আমরা সত্যিই খুশি। এমন একটা দুর্দান্ত পারফরম্যান্স দরকার ছিল টুর্নামেন্টের শুরুতে। এই ধারাবাহিকতাটাই ধরে রাখতে হবে। এখান থেকে আর পেছনে ফিরে তাকালে হবে না।'' তিনি আরও বলেন, 


দাপুটে জয়


গতকাল মিক্সড টিম ইভেন্টে শুরুটা করেছিলেন অশ্বিনী পোনাপ্পা ও এস রেড্ডির মিক্সড ডাবলস জুটি। বার্মিংহামের ন্যাশনাল এগজিবিশন সেন্টারে ২১-৯, ২১-১২ স্ট্রেট গেমে হারান পাক প্রতিপক্ষদের। পরের লড়াইটা ছিল পুরুষ সিঙ্গলসে। কিদাম্বি শ্রীকান্ত সেই ম্যাচে ২১-৭, ২১-১২ স্ট্রেট গেমে জিতে ভারতকে ২-০ এগিয়ে দেন। পরের ম্যাচে মুর শেহজাদকে ২১-৭, ২১-৬ স্ট্রেট গেমে হারান পি ভি সিন্ধু। চতুর্থ ম্যাচে এস রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি ২১-১২, ২১-৯ স্ট্রেট গেমে হারায় মুরাদ আলি ও মহম্মদ আই এস ভাট্টি জুটিকে। শেষ ম্যাচে গায়ত্রী গোপীচন্দ ও ত্রিশা জুটি ২১-৪, ২১-৫ স্ট্রেট গেমে হারিয়ে দেন পাকিস্তানের মহম্মদ শেহজাদ ও জি সিদ্দিকিকে। সব মিলিয়ে ৫-০ ব্যবধানে পাকিস্তানকে দুরমুশ করে ভারত।


পিভি সিন্ধু ও শ্রীকান্ত তাঁদের সিঙ্গলসে ম্যাচও জিতেছেন। এছাড়াও ডাবলসেও জিতেছেন। সিন্ধুর সঙ্গী ছিলেন অশ্বিনি পোনাপ্পা ও শ্রীকান্তের সঙ্গী ছিলেন বি সুমিত রেড্ডি। সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেঠি জুটিও জয় ছিনিয়ে নিয়েছে প্রথম ম্যাচে। 


উল্লেখ্য, গতকাল বক্সিংয়ে শিবা থাপার পাকিস্তানের প্রতিপক্ষকে হেলায় হারানোর দিনই ব্যাডমিন্টন কোর্টেও শাসন চলল ভারতের। পাকিস্তানকে ৫-০ হারাল ভারত।


আরও পড়ুন: আজ নামছেন লভলিনা, প্রণতি, কমনওয়েলথের দ্বিতীয় দিনে দেখে নিন ভারতের ক্রীড়াসূচি?