কলকাতা: সারা ভারতেই বিপুল পরিমাণে কলাগাছের চাষ হয়। কিন্তু সে গাছের অনেকটাই ফেলে দিতে হয়। কলা, মোচা ও থোড় বাদ দিলে পাতা ও বাকিটা ফেলাই যায়। কেউ কেউ কলাপাতা খাওয়ার কাজে লাগান বটে। কিন্তু সেটাই বা কতজন। তবে এবার আর ফেলা যাবে না কলাগাছের বেতে যাওয়া অংশ। ক্ষত ঢাকতে এবার ব্যবহার করা যাবে কলাগাছের আঁশ (Banana Fiber To Make Bandage)। ভারতীয় গবেষকদের উদ্যোগে তেমনই পন্থার খোঁজ মিলেছে।


কলাগাছের আঁশ দিয়ে ব্যান্ডেজ


ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক অধ্যাপক ডাঃ দেবাশিস চৌধুরী ও অবসরপ্রাপ্ত অধ্যাপক রাজলক্ষ্মী দেবীর নেতৃত্বে একটি দল এই গবেষণা করে। তৈরি করেছে নয়া ধরনের একটি ব্য়ান্ডেজ (Health Update)। কলাগাছের আঁশ দিয়ে নানা সরঞ্জাম তৈরি করার চল রয়েছে। তবে ওই আঁশকেই এবার স্বাস্থ্যক্ষেত্রে কাজে লাগানো যাবে বলেই মনে করা হচ্ছে। ডেইকিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা করা হয়। 


কীভাবে বানানো হল ব্যান্ডেজ 


কলাগাছের আঁশের সঙ্গে চিটোসান ও গুয়ারগাম নামের দুটি বায়োপলিমার মিশিয়েছেন বিজ্ঞানীরা। এতে গঠনগত দিক থেকে মজবুত হয় ব্যান্ডেজ (Research News)। পাশাপাশি গুণগত দিক থেকেও উন্নতমানের হয়ে ওঠে। গবেষকদের দাবি, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। যা ক্ষতিগ্রস্ত কোশকে দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে।


এবিপি আনন্দকে কী জানালেন গবেষক


এবিপি আনন্দকে গুয়াহাটি থেকে প্রধান গবেষক দেবাশিষ চৌধুরী বলেন, ‘কলাগাছের থোড়ের বাইরের অংশ আমরা ফেলে দিই। একে সিউডো স্টেম (Pseudo Stem) বলা হয়। দক্ষিণ ভারতে এটি থেকে আঁশ বার করে বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয়। কিন্তু সাধারণভাবে এটি চিকিৎসাক্ষেত্রে ব্যবহার করার চল নেই। ব্যবহার করাও যায় না। তবে এর সঙ্গে কিছু বায়োপলিমার মেশালে এটি ব্যবহার যোগ্য। সেভাবেই তৈরি করা হয়েছে এই বিশেষ ব্য়ান্ডেজ (Banana Fiber Bandage)। ব্যান্ডেজটি নিয়ে এখন প্রাণীদের মধ্যে পরীক্ষামূলক প্রয়োগ চলছে। যা শেষ হতে আরও ছয় থেকে আট মাস লাগবে।’


এক ধাপ এগিয়ে নির্মাণ


এক ধাপ এগিয়ে এই ব্যান্ডেজে আরও কিছু গুণ জুড়ে দিয়েছেন গবেষকরা। নিশিন্দা গাছের রস মেশানো হয় ব্যান্ডেজটি তৈরির সময়। যার ফলে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও রয়েছে। সাধারণত ক্ষত হলে সেখানে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এই সংক্রমণের জন্য দায়ী থাকে ব্যাকটেরিয়া, ধুলোবালি ইত্যাদি। সেই সমস্যার সমাধান করবে কলাগাছের আঁশ দিয়ে তৈরি ব্যান্ডেজ।


আরও পড়ুন - Health Update: দু-একটা নয়; ৩২ রোগের ঝুঁকি বাড়াচ্ছে আলট্রাপ্রসেসড খাবার, তালিকায় কী কী ?