বিশাখাপত্তনমের পিচে বল সেভাবে ব্যাটে আসছিল না। ফলে ব্যাটসম্যানরা শট খেলতে সমস্যায় পড়েছিলেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ৩৭ বলে ২৯ রান করেন। ভারত ৭ উইকেটে ১২৬ রান তোলে। টি ২০ ক্রিকেটে এই স্কোর একেবারেই ভদ্রস্থ বলা চলে না। ধোনি যখন ব্যাট করছিলেন, তখন একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। অন্যপ্রান্তে যজুবেন্দ্র চাহলকে সঙ্গে নিয়ে ধোনি উইকেট পতন আটকানোর চেষ্টা করেন।
ধোনির পাশে দাঁড়িয়ে ম্যাক্সওয়েল বলেছেন, এই উইকেটে স্লো স্টাইক রেট যুক্তিগ্রাহ্য। যে কোনও ব্যাটসম্যানের পক্ষেই স্কোর করা ছিল কঠিন।
পিচে বল নিচু হয়ে আসছিল। ধোনির ব্যাট থেকে একটি মাত্রই ছক্কা এসেছে।
ম্যাক্সওয়েল বলেছেন, ধোনি অবশ্যই বিশ্বমানের ফিনিসার। সেই ধোনিও ব্যাটের মাঝখান দিয়ে খেলতে অসুবিধায় পড়ে যাচ্ছিল। তাই আমার মনে হয়, উইকেটে থেকে স্ট্রাইক নিজের কাছে রাখার যে চেষ্টা ধোনি করেছিল, তা একেবারেই সঠিক। ও শেষ ওভারে একটা ছয় মেরেছে। এটাই দেখিয়ে দেয় যে, উইকেট কতটা কঠিন ছিল।
ধোনিকে শান্ত রাখার জন্য বোলারদেরও প্রশংসা করেছেন ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, ধোনিকে শেষ কয়েকটা ওভারে একটা বাউন্ডারি মারতে দেওয়া মানে বোলারদের চেষ্টা দারুণ ছিল।
অজি ব্যাটসম্যানরা চাহল ও অভিষেককারী মায়াঙ্ক মার্কণ্ডকে টার্গেট করেছিলেন। ম্যাক্সওয়েল বলেছেন, এ ধরনের পরিবেশে জসপ্রিত বুমরাহ ও ক্রুণাল পান্ড্যকে খেলা খুবই কঠিন। কারণ, ওরা লো শর্ট বাউন্স দিতে পারে। ব্যাটের মুখ খোলার সুযোগ খুব একটা দেয় না।