ম্যাঞ্চেস্টার: গতকাল বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে পাঠিয়ে ভারতীয় দল ভুল করেছে বলেই মত সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণদের। তাঁরা মনে করছেন, ধোনিকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে আনা উচিত ছিল। ধোনি আগে ব্যাট করতে নামলে খেলার ফল অন্যরকম হতেই পারত।

সচিন বলেছেন, ‘এখন প্রশ্ন উঠতে পারে, এরকম কঠিন পরিস্থিতিতে এত অভিজ্ঞতা থাকা ধোনিকে আগে ব্যাট করতে পাঠানোর কথা ভাবা হবে না? শেষপর্যন্ত ও (রবীন্দ্র) জাডেজার সঙ্গে কথা বলছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিল। হার্দিকের (পাণ্ড্য) আগে ধোনিকে ব্যাট করতে পাঠানো উচিত ছিল। পাঁচ নম্বরে দীনেশ কার্তিককে ব্যাট করতে পাঠানোর পরিকল্পনা ঠিক বোধগম্য হয়নি।’

সৌরভ বলেছেন, ‘ধোনি যদি (ঋষভ) পন্থের সঙ্গে ব্যাটিং করত, তাহলে ও পন্থকে হাওয়ার বিরুদ্ধে শট খেলতে দিত না। ইংল্যান্ডে এটি বড় বিষয়। ধোনি নিশ্চয়ই পন্থকে বোঝাতে পারত, মিড অফ ও মিড অন এগিয়ে থাকলে পেসারদের বলে শট খেলা উচিত। কারণ, ও সেটা ভাল পারে। ধোনির উপরের দিকে ব্যাট করা উচিত ছিল। ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে পাঠানো যায় না। ও থাকলে হয়তো উল্টোদিকে পরপর উইকেট পড়ত না। ও এখনও ফিনিশার হিসেবে শ্রদ্ধা আদায় করে নেয়। ও এখনও বল মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে। সেই কারণেই শেষপর্যন্ত অপেক্ষা করছিল।’

সৌরভ আরও বলেছেন, ‘নির্বাচকরা মিডল অর্ডারে ভাল ব্যাটসম্যান খুঁজে নিতে পারেননি। সবসময় রোহিত (শর্মা) ও বিরাটের (কোহলি) উপর নির্ভর করা যায় না। শিখর ধবন চোট সারিয়ে দলে ফিরলে ঋষভ পন্থকে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত। কে এল রাহুল যদি তিন নম্বরে ব্যাট করতে পারে, তাহলে কোহলি চার নম্বরে ব্যাট করতে পারে। মিডল অর্ডারে ভরসা করার মতো ব্যাটসম্যান খুঁজতে হবে।’

লক্ষ্মণ বলেছেন, ‘পাণ্ড্যর আগে ধোনির ব্যাটিং করতে নামা উচিত ছিল। এক্ষেত্রে ভারতীয় দলের পরিকল্পনা ভুল হয়ে গিয়েছে। দীনেশ কার্তিকের আগে ধোনির ব্যাট করতে নামা উচিত ছিল। ধোনির জন্য মঞ্চ তৈরি ছিল। ২০১১ সালের ফাইনালে ও যুবরাজের আগে চার নম্বরে ব্যাট নম্বরে ব্যাট করতে নেমে দলকে বিশ্বকাপ জেতায়।’