সাউদাম্পটন: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে অবসর ভেঙে খেলার ইচ্ছেপ্রকাশ করেছিলেন এবি ডিভিলিয়ার্স। কিন্তু তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এই ঘটনা ঘিরে বিতর্কের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। বললেন যে, এবি-কে তিনি তখনই বলেছিলেন যে, এই প্রস্তাব বিবেচনা করার ক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে গিয়েছে।
গত ৬ জুন বিশ্বকাপে ভারতের কাছে দক্ষিণ আফ্রিকার হারের পর খবর বেরোয় যে, অবসর ভেঙে বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন এবি। কিন্তু দল নির্বাচনের শেষমুহূর্তে করা তাঁর ওই প্রস্তাব গ্রহণ করেনি টিম ম্যানেজমেন্ট।
এতদিন পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি ডুপ্লেসিস। গতকাল সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ার পর ডুপ্লেসিস বলেছেন, ভারতে আইপিএলে খেলার সময় এবি টেলিফোন করে তাঁকে ওই অনুরোধ করেছিলেন।
উল্লেখ্য, আইপিএলে ডুপ্লেসিস চেন্নাই সুপার কিংস ও এবি বেঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন।
ডুপ্লেসিস বলেছেন, এবি আমার কাছে আসেননি। দুজনের মধ্যে টেলিফোনে শুধুমাত্র কথাবার্তা হয়েছিল। দল ঘোষণার আগের রাতে ওই কথা হয়েছিল। আমি তাঁকে বলেছিলাম যে, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। কারণ, দল ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছিল। তবুও আমি বলেছিলাম যে, সকালে কোচ ও নির্বাচকদের সঙ্গে কথা বলে তাঁদের মতামত জানার চেষ্টা করব। কিন্তু পরের দিন দল ঘোষণার কথা ছিল। যখন আমি কোচ ও নির্বাচকদের সঙ্গে কথা বলি তখন তাঁরা সবাই বলেন যে, এক্ষেত্রে খুবই দেরি হয়ে গিয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছিল যে, এবি ডুপ্লেসিস ছাড়াও কোচ ওটিস গিবসন ও নির্বাচক মণ্ডলীর আহ্বায়ক লিন্ডা জোন্ডির সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু তাঁরা তিনজনই ওই প্রস্তাবে রাজি হননি।
উল্লেখ্য, ২০১৮-র মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবি।
ডিভিলিয়ার্স বিতর্কে মুখে খুললেন ডুপ্লেসিস, ‘বলেছিলাম যে, অনেকটাই দেরি হয়ে গিয়েছে’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jun 2019 04:01 PM (IST)
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে অবসর ভেঙে খেলার ইচ্ছেপ্রকাশ করেছিলেন এবি ডিভিলিয়ার্স। কিন্তু তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এই ঘটনা ঘিরে বিতর্কের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। বললেন যে, এবি-কে তিনি তখনই বলেছিলেন যে, এই প্রস্তাব বিবেচনা করার ক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে গিয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -