কর্তব্যরত কনস্টেবলকে ‘চড়’! বিতর্কে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ রেখা ভার্মা
Web Desk, ABP Ananda | 11 Jun 2019 01:27 PM (IST)
অভিযোগ, অকারণে অপমানজনক কথা বলার পর শ্যামকে চড় মারেন রেখা! এই ঘটনার পর বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন শ্যাম সিংহ।
লখিমপুর: ফের বিতর্কে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ রেখা ভার্মা। অভিযোগ, ডিউটিতে থাকাকালীন এক কনস্টেবলকে চড় মেরেছেন রেখা! ঘটনাটি ঘটে রবিবার। ভোটে জেতার পর বিজয় উৎসব পালন করতেই নিজের এলাকায় যান ওই বিজেপি নেত্রী। লখিমপুরে একটি মন্দিরে ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় বিজেপি কর্মীরা। অনুষ্ঠান শেষে কনভয় সহ এলাকা ছাড়েন সাংসদ রেখা ভার্মা। অভিযোগ, সেই সময়ই অন্য এক কনস্টেবলকে ফোন করে শ্যাম সিংহ নামে আরেক কনস্টেবলকে তাঁর কনভয়ের গাড়ি চালাতে বারণ করেন ও তাঁকে ডেকে পাঠান। শ্যাম তাঁর সঙ্গে দেখা করতে এলেই নাকি সাংসদ তাঁর সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করতে শুরু করেন। অভিযোগ, অকারণে অপমানজনক কথা বলার পর শ্যামকে চড় মারেন রেখা! এই ঘটনার পর বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন শ্যাম সিংহ। যদিও পুরো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন রেখা। এই প্রথম নয়। এর আগেও বিতর্কে জড়িয়েছেন রেখা ভার্মা। নিজের পার্টিরই এক বিধায়ককে এক অনুষ্ঠান চলাকালীন আক্রমণ করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, ওই বিধায়ক নাকি রেখার কম্বল বিতরণের কৃতিত্ব নিয়ে নিচ্ছিলেন!