চেন্নাই: এতদিন টেস্টে ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ন ছিলেন বীরেন্দ্র সহবাগ। ২০০৪ সালের ২৯ মার্চ মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ৩০৯ করেছিলেন ভারতের এই প্রাক্তন বিস্ফোরক ওপেনার। আজ দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ত্রিশতরান করলেন করুণ নায়ার। তাঁকে অভিনন্দন জানিয়েছেন সহবাগ। তিনি ট্যুইটে লিখেছেন, ‘৩০০ ক্লাবে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। ১২ বছর ৮ মাস এখানে আমার খুব একা লাগছিল। তোমাকে শুভেচ্ছা জানাই। খুব আনন্দ পেলাম।’


 

করুণ এদিন একাধিক নজির গড়েছেন। প্রথম ভারতীয় এবং ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শতরানকেই ত্রিশতরানে পরিণত করেছেন তিনি। জীবনের তৃতীয় টেস্টেই তাঁর এই ত্রিশতরান ক্রিকেটের ইতিহাসে প্রথম। এর আগে ইংল্যান্ডের প্রাক্তন তারকা লেন হাটন নবম ইনিংসে প্রথম ত্রিশতরান করেছিলেন। তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন নায়ার। তিনিই ভারতের হয়ে টেস্টে পাঁচ নম্বর বা তার পরে ব্যাট করতে নামা ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রান।


 

এই অসাধারণ ইনিংসের জন্য বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর, ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল, হরভজন সিংহরাও নায়ারকে অভিনন্দন জানিয়েছেন।