ধর্মশালা: দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। কিন্তু সিরিজের প্রথম চারটি ম্যাচের আটটি ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ হতে হয়েছে। একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জনি বেয়ারস্টো (Jonny Bairstow)। ধর্মশালায় আগামী ৭ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (IND vs ENG Test) পঞ্চম টেস্ট। আর এই ম্যাচটিই হতে চলেছে অভিজ্ঞ ইংরেজ ক্রিকেটারের কেরিয়ারের ১০০ তম টেস্ট।
সিরিজ আগেই ভারত জিতে যাওয়ায় এই ম্যাচটি কার্যত হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। রাঁচি টেস্ট জিতেই সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ধর্মশালায় হারলেও রোহিতরা এগিয়ে থাকবেন সিরিজে ৩-২ ব্যবধানে। ইংল্যান্ড ক্রিকেট দল এখন তাই জনি বেয়ারস্টোর এই মাইলস্টোন ম্যাচটি স্মরণীয় করে রাখতে মরিয়া। কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলছেন, "ধর্মশালায় জনি ওর ১০০ তম ম্যাচ খেলতে নামবে। এই মুহূর্তটা ওর কাছে ভীষণ স্পেশাল। আমরা জানি যে জনি কতটা আবেগপ্রবণ। গোটা দল এই মুহূর্তটা ওর সঙ্গে উদযাপন করতে চায়।"
এখনও পর্যন্ত ৯৯ ম্যাচে ১৭৬ ইনিংস খেলে মোট ৫৯৭৪ রান করেছেন। ৩৬.১২ গড়ে ব্যাটিং করেছেন জনি। ঝুলিতে রয়েছে ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরান। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৬৭।
চলতি টেস্ট সিরিজে আট ইনিংসে মাত্র ১৭০ রান করেছেন জনি। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮। ২২ এর গড়ে ব্যাটিং করেছেন ইংরেজ ব্যাটার। ম্যাকালামের কোচিংয়ে বাজবলের সবচেয়ে বড় নিদর্শন দেখা গিয়েছে জনি বেয়ারস্টোর ব্যাটিংয়ে। কিউয়ি তারকার অধীনে মোট ১৬ ম্যাচ খেলেছেন। ১১৭৩ রান করেছেন জনি। গড় ৪৬.৯২। ব্যক্তিগত সর্বোচ্চ ১৬২।
ভারতের বিরুদ্ধে সিরিজ হারলেও আগের থেকে অনেক ভালো পরিস্থিতিতে রয়েছে বলে মনে করেন ম্যাকালাম। তিনি বলছেন, "হ্যাঁ, এটা ঠিক যে আমরা এখানে ভারতের বিরুদ্ধে সিরিজ হারলাম। আমরা অ্যাশেজও জিততে পারিনি। কিন্তু আমরা আজ থেকে ১৮ মাস আগে যেই জায়গায় ছিলাম তার থেকে ভাল জায়গায় রয়েছি। আগামী ১৮ মাসে আমাদের কাছে সু্যোগ নিজেদের ভালো জায়গায় নিয়ে যাওয়ার।"
উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে হায়দরাবাদে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু এরপর টানা তিন টেস্ট জিতে সিরিজ পকেটে করে নিয়েছে ভারতীয় দল। রাঁচি টেস্টে ৫ উইকেটে জিতেছে রোহিত ব্রিগেড। আইপিএলের আগে এটাই শেষ আন্তর্জাতিক সিরিজ ভারতের। এরপরই সব ক্রিকেটাররা আইপিএলের জন্য বিভিন্ন দলে যোগ দেবেন।