পুণে: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট যে পিচে খেলা হবে, সেখানে প্রথম থেকেই বল ঘুরবে বলে দাবি করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। পিচ প্রস্তুতকারকের দাবি উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, এর আগে কোনওদিন এই ধরনের পিচ দেখেননি। গলফ খেলোয়াড়দের স্ট্রোকের ফলে বা বুটের আঘাতে যেরকম মাটি উঠে যায়, এই পিচেও অন্তত দুটি জায়গা তেমনই হয়ে আছে।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে অজি ব্যাটসম্যানদের লড়াই কাল থেকে শুরু হতে চলা সিরিজের মূল আকর্ষণ। ভারতে আসার আগে স্পিনের মোকাবিলা করার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তারপরেও স্মিথের দাবি, পুণের পিচ আন্ডার প্রিপেয়ার্ড। এই পিচে বল তো ঘুরবেই, সঙ্গে পেসারদের বলে বাউন্সের হেরফের হবে। কোনও কোনও বল লাফিয়ে উঠবে, আবার হয়তো কোনও কোনও বল নিচু হয়ে যাবে।
স্মিথের এই দাবির স্বপক্ষে পিচের দুটি ছবি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার একটি সংবাপত্র। তাদের দাবি, খেলা শুরু হওয়ার আগেই পিচে ফাটল ধরেছে। তবে পিচের কাছে গিয়ে কী করে তারা এই ছবি তুলল, সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ, কোনও সংবাদমাধ্যমের চিত্রগ্রাহকদেরই পিচের কাছে যাওয়ার অনুমতি নেই। তা সত্ত্বেও মাঠের মধ্যে ঢুকে এই ছবি তোলা হয়েছে।
পুণেতে শুরু থেকেই বল ঘুরবে, এরকম উইকেট আগে দেখিনি, দাবি স্মিথের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Feb 2017 08:39 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -