পুরনো অস্ট্রেলিয়া দলের মতো সাফল্য পেতে চান ধবন
Web Desk, ABP Ananda | 08 Oct 2017 12:52 PM (IST)
রাঁচি: পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অতীতে যে সাফল্য পেয়েছে, সেরকম সাফল্য চাইছেন ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধবন। তাঁর মতে, ভারতের বর্তমান দলে তারুণ্য ও অভিজ্ঞতার উপযুক্ত সংমিশ্রণ রয়েছে। এই দল যদি অস্ট্রেলিয়ার মতো সাফল্য পেতে পারে, তাহলে সেটা দারুণ ব্যাপার হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ৪-১ জয় পাওয়ার পর গতকাল টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও ৯ উইকেটে জয় পেয়েছে ভারত। এই ম্যাচের পর ধবন বলেছেন, ‘আমাদের দল খুব শক্তিশালী। আমরা দীর্ঘদিন ধরে ভাল খেলছি। আমাদের দলে কয়েকজন তরুণের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়রাও আছে। তরুণরা পরিণত হয়ে উঠছে।’ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সাফল্যের জন্য আইপিএল-কে কৃতিত্ব দিচ্ছেন ধবন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আইপিএল-এ আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে মনোবল বাড়ে। এখন বেশিরভাগ দলের মধ্যেই খুব একটা পার্থক্য নেই। অস্ট্রেলিয়া অতীতে যে সাফল্য পেয়েছে, সেটা আমরাও পেলে দারুণ হবে।’ গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেছিল অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। তবে এরপরেই অজি ব্যাটিং লাইনআপে ধস নামান ভারতের দুই স্পিনার যুজবেন্দ্র চাহল ও কুলদীপ যাদব। টানা চতুর্থবার গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করেন চাহল। কুলদীপ প্রথমে ফিঞ্চকে আউট করেন। পরের ওভারেই তিনি ফেরান মোজেস হেনরিক্সকে। ১৮.৪ ওভারে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১১৮ রান তোলার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৬ ওভারে ভারতের টার্গেট হয় ৪৮। তিন বল বাকি থাকতেই মাত্র এক উইকেট হারিয়ে সেই রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। স্ত্রীর অসুস্থতার জন্য একদিনের সিরিজে খেলেননি ধবন। টি-২০ সিরিজে দলে ফিরেই জয় পেলেন তিনি। এই ওপেনারের মতে, রাঁচির উইকেটে লো বাউন্স ছিল। ২০ ওভার ব্যাট করার সুযোগ পেলেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে জয় পেত ভারত।