নয়াদিল্লি: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের নাম রয়েছে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ীদের সম্ভাব্য তালিকায়। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে এ কথা।


ক্ল্যারিভেট অ্যানালিটিক্স নামে যে সংস্থা এই তালিকা বার করেছে, তারা সম্ভাব্য শিক্ষাক্ষেত্র ও বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে সম্ভাব্য নোবেল প্রাপকদের তালিকা তৈরি করে। তাদের হিসেব অনুযায়ী নোবেল জয়ের লড়াইয়ে শেষ ধাপে পৌঁছে গিয়েছেন গোটা বিশ্বের ৬ তাবড় অর্থনীতিবিদ। এঁদেরই একজন রাজন।

ক্ল্যারিভেট বলেছে, কর্পোরেট ফিনান্স ক্ষেত্রে অবদানের জন্য রাজনকে সম্ভাব্য নোবেল প্রাপকদের তালিকায় রাখা হয়েছে।

এই তালিকায় নাম থাকার মানে অবশ্য এ নয় যে রাজন নোবেলের দৌড়ে প্রথম সারিতে রয়েছেন। তবে বলা যেতে পারে, তাঁর জয়ের একটা সম্ভাবনা রয়েছে।

সোমবার ঘোষিত হবে অর্থনীতিতে নোবেল জয়ীর নাম।

৪০ বছর বয়সে আইএমএফের সর্বকনিষ্ঠ প্রধান অর্থনীতিবিদের পদে বসেন রঘুরাম রাজন। ২০০৫-এ আমেরিকায় অর্থনীতিবিদ ও ব্যাঙ্কারদের এক বার্ষিক সমাবেশে অর্থনৈতিক সঙ্কটের ভবিষ্যদ্বাণী করে তিনি উঠে আসেন সংবাদ শিরোনামে। ২০১৩-য় তৎকালীন ইউপিএ সরকার তাঁকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর করে। ৩ বছরের মেয়াদ শেষ হলে গত বছর ৪ সেপ্টেম্বর সেই পদ থেকে ইস্তফা দেন রাজন। তাঁর পূর্বসূরীরা দ্বিতীয়বারের জন্য গভর্নর পদে থাকার সুযোগ পেলেও তাঁকে সেই প্রস্তাব করেনি নরেন্দ্র মোদী সরকার।

এখন তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার দায়িত্বে রয়েছেন।