মাউন্ট মাউনাগানুই: সামনেই বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারতীয় দলে অলরাউন্ডারের জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলে এখন বেশ কয়েকজন অলরাউন্ডার। তাঁদের মধ্যে একজন কেদার যাদব। অলরাউন্ডারের জায়গায় দলে ‘স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা’ রয়েছে। এতে অত্যন্ত খুশি কেদার। বোর্ডের প্রশাসকদের কমিটি সাসপেনশন প্রত্যাহার করায় দলে ফিরে এসেছেন হার্দিক পান্ড্য। সেইসঙ্গে দলে রয়েছেন তামিলনাড়ুর বিজয় শঙ্কর। এছাড়াও কেদার স্পিনার-অলরাউন্ডার। বিশ্বকাপে দলের প্রথম একাদশে জায়গা পাকা করার দৌড়ে হার্দিক ও বিজয়দের সঙ্গে রয়েছেন কেদারও। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ৯০ রানে জিতেছে।কেদার একেবারে শেষ দিকে ব্যাট করতে এসে ১০ বলে ২২ রানের ইনিংস খেলেছেন। চলতি সিরিজে ভারত ২-০ এগিয়ে গিয়েছে। ম্যাচের পর কেদার বলেছেন, কোনও দলে কোনও একটি জায়গার জন্য একাধিক খেলোয়াড়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা খুবই ভালো বিষয়। তাই যখন সুযোগ পাওয়া যায়, তখনই সে জানবে যে, তাকে পারফর্ম করতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের নির্নায়ক ম্যাচে ভারতের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন কেদার। তিনি বলেছেন, প্রত্যেকেই নিজের সেরাটা নিয়ে ইংল্যান্ডগামী বিশ্বকাপ স্কোয়াডে জায়গাটা পাকা করতে চাইছে। ৩৩ বছরের এই অলরাউন্ডার বলেছেন, নির্বাচকরাই স্কোয়াড নিয়ে সিদ্ধান্ত নেবেন এবং সেরা ১৫ জন যাবে। কেদার বলেছেন, মাঝের ও শেষের দিকের ওভারগুলিতে রান তোলার দায়িত্ব মহেন্দ্র সিংহ ধোনির নিজের ঘাড়ে তুলে নেন। তিনি আরও বলেছেন, মাহিভাই শেষপর্যন্ত ব্যাট করলে তা খুব সহায়ক হয়। তাঁর অভিজ্ঞতা ও খেলায় দক্ষতা আমাদের মতো প্লেয়ারদের সাহায্য করে।