মাউন্ট মাউনগানুই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ভারতীয় ইনিংসে ফিনিংস টাচ দেওয়ার পর স্ট্যাম্পের পিছনেও চেনা ছন্দে মহেন্দ্র সিংহ ধোনি।বে ওভালে তাঁর বিদ্যুৎগতির স্ট্যাম্পিংয়ের শিকার হলেন আরও এক ব্যাটসম্যান। গ্ল্যাভস হাতে ভারতীয় দলের অধিনায়কের তত্পরতায় আউট হলেন কিউই ব্যাটসম্যান রস টেলর। জয়ের জন্য ৩২৫ রানের লক্ষ্য তাড়া করতে নামে নিউজিল্যান্ড। ১৮ তম ওভারে বিপজ্জনক হয়ে ওঠার মুখে আউট হলেন টেলর। কেদার যাদবের একটি ড্রিফটেড ডেলিভারি খেলতে গিয়ে পরাস্ত হন তিনি। ব্যাক ফুট মাটির ওপরে উঠে গিয়েছিল তাঁর। ওই সময়টুকুই যথেষ্ট ছিল ধোনির কাছে। বল ধরেই চোখের পলকে স্ট্যাম্প ভেঙে দিলেন তিনি। টেলর তখনও মাটিতে পা ছোঁয়াতে পারেননি। ২৫ বলে ২২ রান করে আউট হন তিনি। ১০০ রানে নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটের পতন ঘটে।




এর আগে ব্যাট হাতে ভারতীয় ইনিংসের শেষের দিকে ঝোড়ো ইনিংস খেললেন ধোনি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩৩ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন তিনি।
৪০ তম ওভারে ভারতের রান ছিল ৩ উইকেটে ২৩৮। শেষ দশ ওভারে ৮৬ রান যোগ হয় ভারতের স্কোরে। শেষ ওভারে আসে ২১ রান। ধোনির সঙ্গে অপরাজিত থাকেন কেদার যাদব(২২)।