মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের পর এক সপ্তাহের বিরতিতে ভারতীয় দলের উপকার হয়েছে বলেই মনে করছেন বিরাট কোহলি। ভারতের টেস্ট দলের অধিনায়ক বলেছেন, ‘সামনে লম্বা মরশুম থাকায় এই বিরতিতে আমাদের কোনও ক্ষতি হয়নি। বরং এর ফলে আমাদের সুবিধাই হয়েছে। আমরা প্রয়োজনীয় বিশ্রাম পেয়েছি। অধিনায়ক হিসেবে আমাকে দলের কম্বিনেশন, উইকেটের অবস্থার কথা ভাবতে হয়। তাই সিরিজের মাঝে এই বিরতি নিয়ে পরিবারের লোকজন, বন্ধুদের সঙ্গে সময় কাটানো খুব দরকার।’ কোহলির মতে, সিরিজের মাঝে বিরতি থাকলেও, খেলা নিয়ে ভাবনা পুরোপুরি সরিয়ে রাখতে পারা যায় না। তিনিও এই কদিন দুটি টেস্টে জয়ের কথা ভেবেছেন। তবে বিশ্রাম পাওয়ায় তাঁর মানসিক চাপ দূর হয়েছে। দলের সবাই পেশাদার। তাই ফোকাস নষ্ট হয়নি। ওয়াংখেড়েতে আগামীকাল থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টের জন্য তৈরি ভারতীয় দল। এই ক্রীড়াসূচি অনুযায়ী ভবিষ্যতে ভারতের ইংল্যান্ড সফরের সূচি তৈরি করার আগাম দাবি জানিয়ে রাখলেন কোহলি। তিনি বলেছেন, ‘আমরা তৃতীয় ও চতুর্থ টেস্টে মাঝে এই লম্বা বিরতির দাবি জানাইনি। এই সিরিজের ক্রীড়াসূচি এভাবেই করা হয়েছে। তাই আমরা যখন এরপর ইংল্যান্ডে যাব, তখন যাতে তিনটি টেস্টের পর আট দিনের এবং টেস্ট ও একদিনের সিরিজের মাঝে ২৫ দিনের বিরতি থাকে সেটা নিশ্চিত করতে হবে।’